নেই আর কোন কিছু আগের মতো
অবরুদ্ধ সব!
হাত ঘড়িটা থেমে গেছে, চায়ের চুমুকে নেই তৃপ্তি
গুটিসুটি মেরে কাথার মাঝে তোমার আমার খুনসুটি
বিচ্ছিন্ন সব!
বর্ষালী দিনের মেঘে ঢাকা ভোর দিনভর টিপটিপ বৃষ্টি
বিকেল বেলার ঝড়ো বাতাসে কেঁপে কেঁপে ওঠা তোমার বুকটি
দুর্বোধ্য সব!
শব্দগুলো সব রঙিন কাগজে এলোমেলো আকিবুকি
তুলিতে ইজেলে মুঠো মুঠো রঙ ছুয়ে দিলে প্রেম এক নদী
অবাধ্য সব!
এসো হাটি অন্তহীন পথে পাশাপাশি
স্বপ্নবুনি দু’জনে মিছেমিছি....
অবরুদ্ধ সব! বিচ্ছিন্ন সব! অবাধ্য সব!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:২৩