দানবীক নেত্রে দৃষ্টিপাত সারল্যে
নীরব ক্রন্দন বক্ষজুড়ে সহস্রের
বিদ্যায় অজ্ঞতার প্রশ্রয়কারীর
খিলখিল উল্লাসে গন্ডারের চর্ম দীপ্তমান
স্বর্গপথে হেঁটে চলা সংক্ষিপ্ত শব্দ-
‘মুক্তি’ পতিত নরকের অনলে
রাবনের বাসরশয্যায়
মিলনার্ত স্বপ্নদোষে জন্মানো ওসুরের দল
পরাধীনতার জালবুনে, নিয়মগড়ে
মাধবীবিতানে গলগলে আগুন ঢালে
চৈতন্যে তোমার উদীর্ণ আবির্ভাবে
কমেনি, কমেনি একটুও কলঙ্ক
মেলেনি, মেলেনি কারো নির্বান
দুর্যোগ ভেদি মেঘরন্ধ্রে ঢুকে প্রেয়সী আমার
বাজায় কামের দামামা
শেকল বাঁধা অভিযাত্রিক ভূতগুলো তন্দ্রা ছাড়ে
অন্তিম চুম্বনে বিবস্ত্র হিয়ায় ঘটে অগ্নিকান্ড
বসন্তভ্রুনে অঙ্কুরিত বিপ্লব
পুনর্জন্মের প্রতীক্ষায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ১২:২১