১.
জলেশ্বর তোমার বুকে ভাসা তরী ডুবিয়া ছাড়িলে!
একি করিলে বসন্ত দিনে, দরিদ্র ভাসিবেনা জলে নীলে দয়িতার কোলে? ( বিচ্ছেদ)
২.
দৈবাৎ আজকাল বুকে ব্যথানুভূত হয়
কেমন কেমন ব্যথা, সুখ সুখ ব্যথা, কষ্ট কষ্ট ব্যথা (প্রেমরোগ)
৩.
আমি প্রায়শ’ তার চোখে চোখ রাখি
সে অনবরত অপলক চোখে আমাকে দেখে (ছবি)
৪.
আমি আর তুমি, তুমি আর আমি এভাবে আমরা
এসো পালিয়ে যাই! (সিদ্ধান্ত)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ রাত ১১:৪৬