প্রতিটা মানুষের মনে একটা কল্পনা থাকে তার জীবনসঙ্গীকে নিয়ে, সে এমন হলে ভাল হত, এটা তার থাকা দরকার, ওইটা যেন তার মাঝে কম না থাকে ইত্যাদি। কেউ কেউ আবার একটু বেশি ভবিষ্যৎ চিন্তা করে ভাবে মেধাবী কাউকে খোঁজে যেন আগামী প্রজন্ম আরও মেধাবী হয় !
বেশির ভাগ ক্ষেত্রে তাদের স্বপ্ন পুরোপুরি পুরন হয় না, কিছু না পাওয়া থেকেই যায়, সেই না পাওয়ার আক্ষেপ করতে করতেই তারা ছোট ছোট অনেক সুখ নিতে ভুলে যায়। জীবন হয়ে উঠে জ্বালাময় !
কথা হইল ভাই আমাদের জীবন কতটুকুই বা সময়, লেখাপড়া, কর্ম জীবন পার করতে করতেই তো অর্ধেক শেষ করে ফেলি। বাকি জীবনটাও যদি আফসুস করতে করতে কাটাই তাহলে তো কিছু হল না।
হিসাব নিকাশ কর্ম জীবনে জরুরী হলেও, সাংসারিক জীবনে মনের মিল খুব জরুরী। হতে পারে তার সাথে মতের মিল হবে না অনেক বিষয়ে, কিন্তু দুজন দুজনের প্রতি আস্থাশীল থাকা খুব জরুরী।
একটা উদাহন দেইঃ আমার মামা খুব মেধাবী ছাত্র ছিলেন, বেছে বেছে তিনি বিয়েও করলেন একজন আরও বেশি মেধাবী ছাত্রীকে। দুজনেই নামকরা ডাক্তার, থাকেন অস্ট্রেলিয়া। তাদের ৩ ছেলে, তারাও ডাক্তার হল। কিন্তু দেখা গেল মামা-মামি কোনদিন সংসার কি জিনিস বুঝতেই পারল না, যখন তারা সেটা ফিল করল দেখল জীবন আর বাকি নাই, এখন দুজন দু দেশে থাকেন। জীবনের যে সময়টা একজন আরেকজনের উপর নির্ভরশিল হবার কথা তখন তাদের মাঝে চলছে পরস্পরের প্রতি পরস্পরের দোষারোপ !!
কি লাভ এত ভাল কিছুর পেছনে ছুটাছুটি করা, অল্পতেই অনেক সুখী হয়া যায়। আমার দেখা এমন সুখী পরিবারের একজন সুমন ভাই, জেসমিন ভাবি ও আমার মেয়ে ইকরা। যাদের বাসায় গিয়ে আমি দেখেছি সুখ কি জিনিস ! যা অনেক ইঞ্জিনিয়ার/ডাক্তারের বাসাতে নাই।
শো-অফ জিনিস দিয়ে অনেক প্রশংসা পাওয়া যায় সমাজে, কিন্তু প্রকৃত সুখের সন্ধান মেলে শুধু মনের মাঝে। সুতরাং দিন শেষে আমি ভাল আছি এই কথা মনের মাঝে অনুভব করতে হলে মনের মানুষ খোঁজা উচিত, হিসাবের মানুষ নয় ! :-)
~~ আনন্দধারা