মেয়েটি তার ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছে, কোলে তার ছোট মেয়ে বয়স তিন, আর ছেলের বয়স ছয়। ফেরার পথে ছেলে বলল, " আম্মু একটা চিপ্স কিনে দিবে?"
মেয়েটির ব্যাগে তখন খালি রিকশা ভারার টাকা আছে। সে তার ছেলেকে বলল সেই কথা। ছেলে বলল, "চল আমরা হেটে বাসায় যাই, ওই টাকা দিয়ে তুমি একটা চিপ্স কিনে দাও।"
মেয়েটি তাই করল, দু' প্যাকেট চিপ্স কিনে দুই বাচ্চার হাতে দিল, আর মেয়েকে কোলে নিয়ে কাধে ছেলের ভারি স্কুল ব্যাগ নিয়ে, ওই ছোট ছেলের হাত ধরে প্রায় এক কিলোমিটার রাস্তা হেটে বাসায় আসলো। সারাটা রাস্তা বুক ভেঙ্গে কান্না আসছিল! বাচ্চা দুটির আনন্দময় মুখ তাকে কাঁদতে দিল না! প্রায় দুইটা বছর মেয়েটি অসম্ভব টাকার কষ্ট করেছে! কারো সাথে এটা শেয়ার করত না! বুঝতেও দিত না! আজ মেয়েটি যা ইনকাম করে পুরো টাকা খরচ করে সন্তানদের জন্য। রাত দিন পরিশ্রম করে সে!
মেয়েটিকে যদি প্রশ্ন করা হয় "কেমন করে তুমি এসব করতে পারছ? " উত্তরে মিষ্ট করে হেসে বলেবে "জানি না" !! :-)