ভালবাসার অনেক রূপ হয় ! বাবা-মা 'র ভালবাসা, ভাই বোনের ভালবাসা, বন্ধুদের ভালবাসা, প্রেমিক প্রেমিকার ভালবাসা। এই প্রতিটা সম্পর্ক আলাদা হলেও ভালবাসাতে অলিখিত কমিটমেন্ট একই ! তা হল... "যা কিছু সুন্দর তা যেন আমার ভালবাসার মানুষটা পায়, তার কষ্ট আমাকে চরমভাবে বিচলিত করে, থাক তার হাজারটা দোষ, তবুও আমি চাই সে ভাল থাকুক"
মেয়েটি সকালে নাস্তা করার সময় পায় না, বাসায় তাকে কেউ জিজ্ঞাস পর্যন্ত করে না সে সকালে নাস্তা খাইনি কেন। দুপুরে না খেলেও তাকে খোঁজ নিবার কেউ নাই ! কিন্তু সে সবার পছন্দের খাবার বানায়, টাইম মত সব কাজ করে। ১০৪ জ্বর নিয়ে কাজ করে যায় সব, বাইরে থেকে বুঝার উপায় নাই! ধীরে ধীরে শরীর তার প্রতিবাদ জানাতে থাকে। অনেক অনেক অত্যাচার হয় ওই শরিটার উপর, মনের কথা না হয় বাদই দিলাম। মন তো আর দেখা যায় না !
জীবনের রঙমঞ্চে রঙিন মানুষ গুলার রঙ বদলানো দেখে যায় মেয়েটি নিরবে। সবাই বলে "এই মেয়ে চরম বোকা, কোন প্রতিবাদ করে না"। মেয়েটি কিছু বলে না, আল্লাহ কে বলে..."কি হবে ওদের কথার প্রতিবাদ করে, আমাকে তুমি যতই টেস্ট নাও না কেন, আমাকে তুমি হারাতে পারবে না আল্লাহ, কারন তুমি নিজেই আমার পাশে আছ, আমার আর কি লাগে !"
কেমন করে এটা সম্ভব আমি জানি না ! কিন্তু যা চোখের সামনে দেখেছি তাও অবিশ্বাস করা অসম্ভব !!!!!