সাল ১৯৮০ :
বাজারে যাইতাছি। ডিম আর মুরগিগুলা বেচে একটা গামছা আর একটা লুঙ্গি কিনমু। বউ তোমার কিছু লাগবে?
- না না। শুধু শুধু টাকা নষ্ট কইরো নাহ্। হাফ কেজী শেমাই কিনে আইনো।
-আইচ্ছা।
সাল ১৯৯০ :
বউ বাজারে যাচ্ছি। ঈদের বাকী তো আর বেশি দিন নাই। তোমার কিছু লাগবে?
- কম দামের ভিতর একটা কাপড় আর ব্লাউজের কাপড় আইনো। তোমার জন্য একটা লুঙ্গি কিনবা। পাঞ্জাবি কিনবা। সেন্টু গেঞ্জী কিনতে ভুইলো না আবার।
-ঠিকাছে বউ।
সাল ২০০০ :
বউ ঈদের শপিং এ যাইতাছি। তোমার কি কিছু লাগবে?
-লাগবে মানে? ঈদ কি বছরে দশ বার আসে!! আর অন্য সময় তো কিছু কিনে দাও না! এখন আবার জিগাও কিছু কি লাগবে!! আমার জন্য একটা জামদানি শাড়ি কিনবা। বি প্লাস কাপড় কিনবা। বাকী গুলা লিস্ট করে দিতাছি নিয়ে আসবা।
-শাড়ি একটা কিনলে হয় না?
- বেশি কথা বললো কেন! পাশের ভাবি চার...
- থাক আর কইতে হবে না। দুইটাই আনবো
সাল ২০১০ :
- বউ ঈদের শপিং এ যাচ্ছি। তোমার কি ....
- কই যাও? শপিং এ! আগে বলবা না! দাঁড়াও আমি আসছি। তুমি তো ঠিক মতো কিছুই পছন্দ করতে পারো না।
-চলো তাইলে
সাল ২০২০ :
......
- এ্যাঁই টুনির আব্বু। শপিং যাবো। ৩০ হাজার টাকা দাও। আর তোমার তো বেশি কিছু লাগবে না। সব আছে। একটা পাঞ্জাবি আনলেই তো চলবে?
- হুমম।
- আচ্ছা! আমি যাইতাছি। তুমি রান্নাটা সেরে ফেল এর মাঝে!
- অকা!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮