দুপুরের দিকে একটু চা খেতে বের হয়েছিলাম। নয়ন ভাইয়ের দোকানের সেই বিখ্যাত ৫ টাকার চা।
চা খেয়ে বের হয়ে আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় কানের মধ্যে মেয়েলী কন্ঠের একটা শব্দ ভেসে আসল, "রিকশাওয়ালা ভাই, এইখানে থামেন।"
না! আমাকে বলেনি। রিকশাওয়ালা কে বলেছে। ভাই বলেছে। তবে ভাইয়ের আগে রিকশাওয়ালা! খুব অস্বাভাবিক লাগল আমার
কাছে!
পুলিশ কে আমরা কখনও বলিনা পুলিশওয়ালা ভাই! শিক্ষক কে কখনও বলিনা শিক্ষকওয়ালা ভাই! উকিল কে কখনও বলিনা
উকিলওয়ালা ভাই! ব্যাংকার কে কখনও বলিনা ব্যাংকওয়ালা ভাই!
তবে এদের ক্ষেত্রে কেন? রিকশাওয়ালা টা বাদ দিয়ে শুধু ভাই ডাকলে কী বড্ড বেশি বেমানান লাগে!!! কেন এই তফাৎ? কে
দেবে এই প্রশ্নের জবাব? কেউ দেবেনা। এমনকি আমিও দিতে পারব না।
যারা এই দলে আছেন তারা দয়া করে বদলে যান। রিকশাওয়ালা ভাই না ডেকে এদেরকে মন খুলে উঁচু গলায় চাচা বা ভাইয়া বলে
ডাক দিন। দেখবেন আপনার মুখ নিঃসৃত ওই ছোট্ট একটা ডাকে ওনাদের চোখ দুটো ছলছল করবে। কেউ কেউ আবার নোংরা
গামছাটাতে চোখের জল মুছবে।
ভালভাবে সম্মান নিয়ে বেঁচে থাকুক পৃথিবীর সকল পেশাজীবী
মানুষ।
ভালবাসা সবার জন্য।