নীলিমা
অলিউর রহমান খান।
তুমি কেন এতটা নিষ্ঠুর ওগো প্রেয়সী,
সব কিছু ভুলে গিয়ে
উঠেছে দেখ রক্তিম আকাশের শষী।
কাননে কুসুম কলি ফুটেছিল তবে কি ঝরবে বলে?
এসেছিলে কেন তুমি
যদি যাবেই চলে?
দেখ ফিরে এসে একবার,
তোমার জন্য বকুলের ফুল গুলো সাজিয়ে রেখেছি কতটা ভালোবাসায়;
হাজার বছরের পথ পাড়ি দেব
হাতে হাত রেখে,
বুকে স্বপ্ন সাজিয়ে ছিলাম সে আশায়।
যদি মনে পড়ে আমায়
কোন এক জ্যোস্নার রাতে,
না বলা কথা গুলো বলে নিও চাঁদের সাথে।
নীলিমা যাবে নাকি সীমান্ত পাড়ি দিয়ে
নীল গগনের ওই তারার মেলায়?
হাজার বছরের জমানো কষ্ট অন্তরীক্ষ হতে ঝরে পড়ে; চেয়ে দেখনা আজ এই অবেলায়।
দেখনা চেয়ে আজ এই অবেলায়.......
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬