মধুর হাসি।
অলিউর রহমান খান।
সাদা মুখ সাদা দাঁত মধুময় হাসি,
ফুল ফোটে ভোরের শেষে শত রাশি রাশি।
অরণ্য-লাবণ্য অঙ্গেতে বিরাজময়,
না ছিনিয়া পথ দেব পাড়ি তারে নেইকো হারাবার ভয়।
সে যদি রয় আমার, দেখা হবে দুজনার।
তার কোমল ঠোঁটের হাসি, মনের বনে বাজায় বাঁশি।
কাজল নয়না আঁখি যুগল তাহার দেখিতে মনোহর,
তারে বিনা অন্তর রয়না ঘরে হয়ে যায় বালুচর।
মোর হৃদয় অম্বরে তাহার অবাধ বিচরণ,
দূরে গেলে করবে কি সে আমায় স্মরণ?
আজি মোর তনু মনে শীতল বারির খেলা,
নীল পরীর আগমনে ফুটলো ফুল এই অবেলা।
নীরব নিভৃতে তাহার পরশ খুঁজে ফিরি পূর্ণিমার রাতে,
প্রিয়ার রূপের দীপ্ত শিখা মিশে যায় চাঁদের সাথে।
আজি এই অভিলাষে তোমাতেই জয়,
করবো না কভু প্রিয় হারিয়ে নিয়তির ক্ষয়।
আজি ক্লেশ নিয়ে যাব তব বিদায় বেলায়,
তুমি রেখেছো মোরে কতনা অবহেলায়।
ওগো প্রিয়, তবু ভালোবেসে যাব জনম জনম ধরে,
কভু শেষ হবেনা এই ভালোবাসা মরণের ও পরে।
ছবি: বিশিষ্ট লেখিকা ও চিত্রশিল্পী শ্রদ্ধেয়-শায়মা আপু।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০