আমার বাংলার মত
নেইকো রূপসী কিছু এ ধরায়,
ফেলে আসা দিন গুলো
খুঁজে ফিরি আকাশের তারায়।
আদর-সোহাগ, মায়া-মমতায় তুমি
আগলে রেখেছিলে মায়ের মত,
শ্রাবণের বৃষ্টি ধুয়ে ছিলো
ভেতরের জমানো কষ্ট আছে যত।
মাগো তোমার আঁচলের ধুলা-বালি
মেখেছিলাম সারাটি গা জুড়ে,
শিশিরে শিশিরে করেছিলো খেলা
পাখি ডাকা ভোরে।
মাটির গন্ধে আকুল হয়েছিল
তনু মন সবি,
মন পুড়ে যায় দেখবো বলে
সবুজ শ্যামল প্রকৃতির ছবি।
তোমার মেঠো পথ ধরে হাঁটিনি
কত হাজার বছর ধরে,
বৃষ্টি বাদল দিনের কত শত উল্লাস
স্মৃতির পাতায় ফিরে আসে বারে বারে।
নদীর কলতানে মিশে, রাখালের বাঁশির শীষে,
তুলেছিলো সুমধুর সুর,
প্রিয়ার কাজল কালো চোখে
আমি মনচোর।
ও'মা আসবো আবার তোমার কোলে
যাইনি তো মা একটু ভুলে,
দেখবো আমি নয়ন ভরে মধুমাখা ভোর
ফুলেরা উঠবে হেসে দেখে সোনা ঝরা রোদ্দুর।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১