দিনের আলোর মহ রাতে দেখি
রাতের অন্ধকার বুঝি দিনে দিনে;
তাই তো চাঁদ হাঁটছে ক্ষণে ক্ষণে
সূর্যটা রাতেই হাসে চুপটি মেরে
চোখ গুলো তাই মনে করে!
বিরহ পাতে শুধু দই ভাত চাই
দেহ ভাল থাকার জন্য কেও
কান্না মেনে নিতে পারে না- আর
আমার কান্না আসেই না- গর্জে
তুলো না সুখের কান্না বার বার;
৬ ফাল্গুন ১৪৩০, ১৯ ফেব্রুয়ারি’২৪
১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২ ০