আমি না হয় আষাঢ়ের বৃষ্টি হয়ে ঝরে পড়ব তোমার গালে-
গাল বেয়ে যখন ধীরে খুব ধীরে নীচে আসব নেমে -
আমার স্পর্শের তাজাল্লী তোমার দেহ মনে যা আলোড়ন সৃষ্টি করবে;
তুমি কি সইতে পারবে-ছবি??
তুমি জান না ছবি, আমি আজো তোমার ছবি বুকে নিয়ে ঘুরি,
ঘুরে ঘুরে প্রকৃতির মাঝেও তোমার ছবি দেখার অপেক্ষায় থাকি।
আর কোন দিন আমার হবে না তুমি,
সে আমি জানি-
কিন্তু জান কি ছবি; আমার এই মনটা না কিছুতেই মানতে চায় না।
মাঝে মাঝে ব্যকুল হয়ে উঠে,
অনেক অসম্ভবকে সম্ভব করতে মন চায়।
আবার ভাবি আমার এই অসম্ভবকে সম্ভব করতে মন চাওয়াটা
তোমার জীবনে এক অজানা কাল ঝড় নিয়ে আসবে
সব ভেঙ্গেচুরে নাশ করে দিবে তোমার জীবনের-
ছোট বড় সব সৌন্দর্য্য, আনন্দ, খুশি।
আমি চাইনা আমার ভালবাসার মানুষটার জীবন থেকে আনন্দ-খুশি হারিয়ে যাক,
চাই না এলোমেলো হোক তার গোছানো সুন্দর জীবন।
তাই ত-
নিজেকে লুকিয়ে রাখি তোমার থেকে।
দূর যত দূর পারি নিজেকে সরিয়ে রাখি
আমার ভালবাসার মানুষ তুমি ছবিকে ভাল রাখার জন্যই।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৩