সেদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ ইচ্ছা হলো উইকিপিডিয়ায় টম অ্যান্ড জেরির স্রষ্টা (creator) উইলিয়াম হ্যানা আর জোসেফ বারবারা সম্পর্কে পড়ার। কিন্তু তাদের সম্পর্কে পড়তে গিয়ে উইকিতে টম অ্যান্ড জেরি নিয়ে খালি একের পর এক পেইজে ঢুকতেই থাকলাম। বহুত তথ্য জানলাম!
টম অ্যান্ড জেরি দেখে নাই এমন মানুষ পাওয়া ভার। কিন্তু টম আর জেরির ব্যাপারে এই তথ্যগুলো জানেন, এমন মানুষও পাওয়া ভার। Here are some তথ্য about Tom & Jerry:
১) টম অ্যান্ড জেরি প্রথম প্রচারিত হয় ১৯৪০ সালে। জি, আপনার দাদা যখন ছোট ছিলেন, তখন থেকে!
২) জানেন কি, পঞ্চাশের দশকে টম অ্যান্ড জেরির সাত মিনিটের একটা কার্টুন বানাতে খরচ হতো ৩৬ হাজার ডলার! পরে হ্যানা-বারবারার কার্টুন বানানোর বানানোর নতুন পদ্ধতি ‘সেমি অ্যানিমেশন’ আবিষ্কারের ফলে এ খরচ তিন হাজার ডলারে নেমে আসে।
৩) প্রথমে টম অ্যান্ড জেরির একটি পর্ব বানাতে প্রায় ২৬ হাজার ড্রয়িংয়ের প্রয়োজন হতো! পরে ড্রয়িংয়ের পরিমাণ প্রায় ১৬০০-তে নামে আসে।
৪) ১৯৪০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সাতবার অস্কারজয়ী এ কার্টুন ইতিহাসে সর্বাধিকবার অস্কারজয়ী কার্টুন।
৫) প্রথমবার টম আর জেরির জুটি ভিন্ন নামের একটি কার্টুনে একসাথে আসে। তখন টমের নাম দেখানো হয় Jasper, আর জেরির নাম দেখানো হয় Jinx ।
৬) টম ‘রাশিয়ান ব্লু’ জাতের বিড়াল, আর জেরি সাধারণ ধূসর ধাড়ি ইঁদুর। যদিও দুজনেরই রং ধূসর, তবুও কার্টুনে তাদের রং গাঢ় নীল আর কিছুটা সোনালি।
৭) জেরিকে প্রথম থেকেই বুদ্ধিমান দেখানো হলেও শুরুর দিকে টমের আচরণ আর বুদ্ধিমত্তা সাধারণ বিড়ালের মতোই ছিল। পরে টমের বুদ্ধিমত্তা আর আচরণ অনেকটা মানুষের মতোই করে দেওয়া হয়, এমনকি তার চলাফেরাও স্থায়ীভাবে দুই পায়ে করে দেওয়া হয়।
৮) কার্টুনে টম আর জেরির লাঠিসোঁটা, বোম, পিস্তল, তলোয়ার, কামান, ছুরি, কাঁচিসহ নানান অস্ত্রসস্ত্র ব্যবহার করে মারামারির মাধ্যমে ‘Violence’ সৃষ্টি করার কারণে তৎকালীন সময়ে টম অ্যান্ড জেরি ছিল একটি বিতর্কিত কার্টুন!
৯) টম অ্যান্ড জেরি কার্টুনের বিতর্ক কুড়ানোর আরেকটি কারণ ছিল টমের মালিক Mammy Two Shoes (মোটা মহিলা, যার চেহারা আমরা কখনো দেখি নাই)। আসল পর্বগুলোতে এই মহিলার সব ডায়ালগ ছিল কৃষ্ণাঙ্গদের উচ্চারণের ইংরেজিতে, আর তার কথাবার্তার মাধ্যমে তাকে খুবই বোকা আর ভিতু বোঝানো হতো। এর ফলে কৃষ্ণাঙ্গরা বিতর্ক তোলে যে তাদের হেয় করার জন্য এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। পরে টমের মালিকের ডায়ালগগুলো পরিবর্তন করে আইরিশ-আমেরিকান উচ্চারণে দেওয়া হয় (আমরা এখন যেটা টিভিতে দেখি)।
১০) ১৯৪০ থেকে ২০০৫ পর্যন্ত টম অ্যান্ড জেরি বিভিন্ন সময়ে চারজন পৃথক পৃথক পরিচালকের হাতে তৈরি হয়। হ্যানা-বারবারার পর টম অ্যান্ড জেরির সবচেয়ে সফল পরিচালক ছিলেন চাক জোনস। তিনি টম, জেরি এবং কার্টুনের ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু পরিবর্তন করেন। চাক জোনসের পর হ্যানা-বারবারা পুনরায় টম অ্যান্ড জেরিতে ফিতে আসেন।
তারপর আর কী, ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাদের টম অ্যান্ড জেরি দেখা চলছে। আমাদের ছেলেমেয়েদের সাথে নিয়েও হয়তো আমরা দেখব। যত উন্নত প্রযুক্তির অ্যানিমেশন, থ্রিডি, ফোরডি যা-ই আসুক না কেন, এখনো ৫০ বছর বা তারও বেশি আগের ক্লাসিক টম অ্যান্ড জেরি এখনো আমাদের সমান পছন্দের।
(Please share, if you like this)
https://facebook.com/Aishik.Ashraf