
১) প্রথমে ডেস্কটপ থেকে মাউসে রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন।
২) এবার নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে।
৩) এখন ‘Type the location of the item’ এর নিচের বক্সে লিখুন RunDll32 DwmApi #105 Win7 Flip
৪) এবার Next-এ ক্লিক করুন। তাহলে আরেকটি উইন্ডো আসবে।
৫) এখন ‘Type a name for this shortcut’ এর নিচের বক্সে লিখুন Flip-3D ।
৬) এবার Finish বাটনে ক্লিক করুন। এর আইকনটি পরিবর্তন করুন। এ জন্য আইকনটির ওপর কার্সর রেখে মাউসে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন। তারপর Shortcut ট্যাব থেকে Change Icon-এ ক্লিক করুন।
৭) এরপর নিচের মতো একটি উইন্ডো আসবে। এর ‘Look for icons in this file’ এর নিচের বক্সে লিখুন imageres.dll এবং OK চাপুন।
৮) ডেস্কটপের নতুন আইকনটির ওপর মাউসের রাইট ক্লিক করে Pin to taskbar সিলেক্ট করুন এবং একে Start বাটনের পাশে রাখুন।
৯) এবার ডেস্কটপে থাকা Shortcut আইকনটি ডিলিট করে দিন।
১০) এখন পিসিতে একাধিক উইন্ডো ওপেন করে Flip-3D তে ক্লিক করে উপভোগ করুন 3D ইফেক্ট!

https://www.facebook.com/Aishik.Ashraf
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৫৫