মেঘবিড়ালে গানের দেশে নিত্যকামেনীর জলঘাটে
দৃশ্যপট দীর্ঘশ্বাসে রোদ দূর যাচ্ছে লুটেপাটে-
বলো না কার অহংকারের খবর কে রাখে;
যাক না ভেসে জগত ঘাসের খাটে-
জগতের গান অন্ধবালা কে শুনে তার মন্দপানা,
পাক না খুঁজে পাক সুখ তরীর মহনা !
অথৈ স্রোতে বুক ভিজায় চক্ষু মাতে নিদ্রায়-
মৃদুল পায়ে জলঘাটে জল শুকায়-জল শুকায়
রঙিন ধোয়াছুঁয়ার স্বপ্ন উড়ে যায় মেঘের মাল্লায় -
মেঘবিড়ালের ঝড় হাওয়া ঝরে যায় ! প্রভাতির গাঁয়
নিম ছলনার আঘাতে ঐ নীলমেঘ বহুদূর-
জোনাক জ্বালা দৃষ্টি তিমির আঙ্গিনায় !
বিরল মেঘের বজ্রপাতে ভয় করে কি আর হবে-
চলো না যায় শ্যামকালির মেঘো মাঠে ।
১৫/০৫/১৬
======
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৩