একটি স্বপ্ন।তারপর, ক্রমশ অন্ধকার।শিহরিত স্বনীল আয়োজনে- স্মৃতির কোলাজ।প্রামাণ্য চিত্রের প্রয়োজনে কতোবার হরিৎ সময়ে ফিরে গিয়ে ফিরে এসেছি খালি হাতে অথবা নদীর কাছে জল চেয়ে জলের ধারায় প্রবাহিত হতে হতে সমূদ্রের কোল ঘেষে ফিরে এসেছি সখিদের শূন্যকুম্ভ হাতে!
বিষাদের ঘোর অন্ধকার দিনগুলোতে ফিরে গ্যালে- একরাশ হাওয়া।আলোকলতাকে ঘিরে পাপ! সব পটে তোলা যেন ! মুহুর্মূহ ঘটনা। আপেক্ষিক মতবাদ ছিঁড়ে বেরিয়ে আসে বস্তুনিষ্ঠ সত্য। সব, সব। যদিও হরিৎ সময়ের সাক্ষী হতে বিষাদ আগ্রহী নয়!
হরিৎ ও বিষাদ সহদোরা। হরিৎ কেবলই খোঁজে পুণ্য, কেবলই হতে চায় পুণ্যের ভাগীদার! আর বিষাদ খোঁজে পাপ, অভিনয় কলায় পারদর্শী ছায়া!
আমি কি চেয়েছিলাম তাদের কেউই তা জানেনি বা জানতে চায়নি।প্রতি সন্ধ্যেবেলায় হাওয়ার ঘূর্ণিতে বিষাদ, ঘোর এবং পাপ! আর পাপের ছায়া পথে বেঘোর ঘুরে ঘুরে পাপের সুখ এবং অসুখে মিশে গ্যাছি এবং আছি। জানালার ঘষা কাচে তার শরীর এবং উত্তাপ, উত্তাপের প্রয়োজনে তাতে ঠোঁট ঘষি এবং ডুবে যাই!
বিদ্রঃ নিজের পোষ্টেই কমেন্টকৃত ।
ছবি সূত্র - আমার মোবাইলের সর্বশেষ স্মৃতি ! মোবাইলটা চুরি হয়ে গেছে