১)গারেথ বেলঃ ১ বিলিয়ন ম্যান।বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলারটি খেলছেন না বিশ্বকাপে।কারণ রিয়াল মাদ্রিদের এ গতিদানব উইঙ্গার খেলেন উয়েলসের হয়ে,যারা বিশ্বকাপে খেলছে না।শুধু দামই নয়,গতি,স্কিল,পাওয়ার আর চোখ ধাঁধানো গোল করে প্রমাণ করেছেন কেন তিনি এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার।
২)ইব্রাহমভিচঃ বাতাসে ভলি আর তীব্র শটে গোল করতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি।তার সেরা ৫০ টি গোল ইউটিউবে দেখতে পারেন।প্রাণান্ত চেষ্টা করেছেন দলকে বিশ্বকাপে তুলতে।ব্রাজিল বিশ্বকাপ নিঃসন্দেহে আফসোস করবে তার জন্য।
৩)Robert Lewandowski:ছোট দলের বড় ফুটবলার তিনি।বুরুসিয়ার এ স্ট্রাইকার গেল বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছিলেন ৪ গোল।নিজ দেশ পোল্যান্ড বিশ্বকাপে খেলছে না,তাই তিনিও বিশ্বকাপে অনুপস্থিত।
৪)থিও ওয়ালকটঃ আর্সেনালের এ স্ট্রাইকার ভুগছেন ইনজুরিতে।কাউন্টার আটাকে অত্যন্ত দক্ষ এ স্ট্রাইকারকে মিস করবে ইংল্যান্ড,অধিকন্তু বিশ্বকাপও।
৫)আলভেরো নেগ্রেদোঃ সেভিয়ার হয়ে ৬ মৌসুমে করেছেন ১০২ গোল।বর্তমানে এ স্ট্রাইকার মাঠ কাঁপাচ্ছেন ইংলিশ লিগ জয়ী ম্যানচেস্টার সিটির হয়ে।এ ক্লাবের সাফল্যে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।স্পেন টিমে তার ঠাই না হওয়া বিশ্বকাপের অন্যতম বিস্ময়।
৬)পিটার চেকঃ অবিসংবাদিত ভাবে এ গ্রহের অন্যতম সেরা গোলকিপার তিনি।২০০৪ সালে চেলসিতে আসার পর থেকে খেলেছেন ৪৫০ ম্যাচ,জিতিয়েছেন ৩ টি লিগ,১ টি চ্যাম্পিয়ন্স লিগ,১ টি উয়েফা কাপসহ সর্বমোট বড় ১২ টি শিরোপা।একটানা ৯২৮ মিনিট গোল আটকানোর রেকর্ড গড়েছেন।তাই চেক প্রজাত্রন্ত্রের এ গোলকিপারকে মিস করবে বিশ্বকাপ,তা নিশ্চিত।
৭)ফ্রাঙ্ক রিবেরিঃ ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের এ লেফট উইঙ্গারকে বিবেচনা করা হয় তার প্রজন্মের সেরা ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে।বাম পাশ দিয়ে তার ক্ষিপ্র গতির আক্রমণ দেখা মিস করবে বিশ্বকাপ।
৮)রাদামেল ফালকাওঃঅ্যাটলেটিকো মাদ্রিদ ও পোরতোর মতো মাঝারি ক্লাবকে শিরোপা জিতিয়েছেন একক নৈপুণ্যে।গোলপোস্টের সামনে ক্ষিপ্রগতির এ স্ট্রাইকার কে ডাকা হয় বাজপাখি নামে।কলম্বিয়ান এ স্ট্রাইকারের বিশ্বকাপে না থাকা কষ্ট দিচ্ছে কলম্বিয়ানদের,সাথে বাকি ফুটবল বিশ্বকেও।
৯)মার্ক রেউসঃ জার্মান এই আক্রমণাত্মক মিডফিল্ডার শেষ মুহূর্তে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে পরছেন ইনজুরির জন্য।বুরুসিয়ার এ কার্যকর ফুটবলারের না থাকা জার্মানিকে ভোগাবে,সঙ্গে বেকহামের পরে ফুটবল গ্লামারস নিয়ে আসা এ অনিন্দ্য সুন্দর মুখশ্রীর ফুটবলার কে মিস করবেন হালের ফুটবল ভক্ত তরুণীরা তা নিশ্চিতভাবে বলা যায়।
১০)তেভেজঃ প্রতিভাবান এ ফুটবলারের ফুটবল সামর্থ্য অবিসংবাদিত।কিন্তু একই সাথে এ খ্যাপাটে ফুটবলারকে নিয়ন্ত্রণ করাও সব কোচের পক্ষে সম্ভব নয়।যার কারণেই তাকে রাখেননি আর্জেন্টিনার কোচ।এ মৌসুমেও ইতালিয়ান লিগে জুভেন্টাসের হয়ে করেছেন সর্বাধিক গোল।ফর্মের তুঙ্গে থাকা এ ফুটবলার মিস করবে ফুটবল ভক্তরা।