পড়ন্ত বেলায় কাটে প্রতীক্ষিত ভোর
খুঁটখোলা আঁচলের এলোমেলো ঘোর
পুজো আসে পুজো যায় সাড়া মেলেনা
বয়সের সাথে বাড়ে স্মৃতিচারণা
গরম ভাতের গ্রাসে বিস্বাদ মুখ
আপনজনার ছোঁয়া নাই এতোটুক
প্রথম প্রথম ছেলে টাকা পাঠাতো
টালবাহানাতে তাও আজ বিগত
শ্বাসবায়ু বয়ে যায় আপন সুরে
জীবন সন্ধ্যা কেঁদে চলে ডুকরে
লম্বা লম্বা গাছে ছেয়ে লতাপাতা
একঠাঁয় চোখ চেয়ে থাকে সুজাতা
খঞ্জনী,গুরুদেব আর করতাল
এই নিয়ে ভুলে থাকা মায়াময় কাল
একদিন প্রিয় ছিলো সাতরঙা শাড়ি
প্রতি রঙে টগবগে এক্কাগাড়ি
টগবগে ঘোড়া দিলো জোড়া পায়ে লাফ
আজো লাফ ছুটে আসে ফেলে দিতে ঝাঁপ
কান পাতে এই বুঝি বাজে রিংটোন
ছেলে বলেছিলো,"পুজোতে আসবোখন"
পুজো আসে পুজো যায় একঘেয়েমিতে
কভার পাল্টে ফোন শুয়েছে চিৎ- এ
পশ্চিম রোদ আসে খেতে গড়াগড়ি
সুজাতা নিঃশব্দ এক মহানগরী।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১