শুনছিস্ জল?
যদি এভাবেই করলি অচল উপুড় ঝুপুর
বল আর কদ্দুর চলি
চুলে কেটে ক্রমাগত বিলি?
হাঁটুতেউঠিয়ে শাড়ী বানালি ষোড়শী নারী
তবে শোন্ কান এঁটো করি
দে দেখি একখান হ্যাংলা পুরুষ
যাকে ছুঁলে পাপ নেই,নেই ঘোরানো ছড়ি।
শুনছিস্ জল?
বছর বছর খালি ছল করে যাস
টুপটাপ, ঝিরঝির,আরো কত ঢং
পলি জমে বুকের ভেতর বানিয়েছে আশনাই চর
চোখ,ভুরু,ঠোঁট এঁকে ক্লান্ত সে রং
গড়াগড়ি শুয়ে আছে ড্রেসিংটেবিল
দে দেখি একখান হ্যাংলা পুরুষ
যার বুকে শুয়ে থাকি, থাকি মতিঝিল।
শুনছিস্ জল?
বুক খসিয়ে আঁচল সরালি বলে
একদম ভাবিসনা আদুল হলেম
একগলা জলে বসে করজোড়ে দাঁত কষে
যে পুজোর যা মন্ত্র আউড়ে গেলেম
খালি একখানা পুষে রাখা সাধ
দে দেখি একখান হ্যাংলা পুরুষ
এ আকাশ পাল্টাবে মেঘ,মেঘ নয় চাই মেঘনাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪০