বন্ধ চোখের গন্ধহীনা ফুল
নাইবা এলি ফাগুনের ক্যানভাসে
তোকে ছুঁয়েই দৃশ্যরা কবিতায়
সিল্যুয়েট হাসে ছন্দে অনুপ্রাসে ।
কিছুটা জীবন লুঠ করেছিস্ মেয়ে
গোপনঘরে লুকিয়ে খুলেছি ডানা
তুই ভাবতেই ইচ্ছার ঘরদোর
হাতের তালুতে আঁশটে দিনের হানা ।
নুন আর প্রেম ওলোন দোলায় দোলে
লক্ষ চেনার মুখোশ খোলে ধীরে
দিস্তা ভরা সাদা পাতা নিয়ে হাঁটি
শব্দ সাঁকোটি পোয়াতি অঙ্গারে ।
ঘরের বনেদে ঘাড় হেরে গো-ভূত
রাত বালিশে একশো চড়ুই ঝাঁপায়
বুকপকেটে আকাল আগলে দেখি
জন্মদাগ টা আমারই পরম্পরায়!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫