স্কেচ করতে অনেকে ভালোবাসেন।
আমি তো প্রচুর ভালবাসি।স্কেচ
করিও।একসময় এত স্কেচ করাতাম যে
একদিন আম্মু বলল,স্কেচ করলে নাকি
আল্লাহ গুনাহ দেয় (!)আমি তো পুরো
মুষরে পড়লাম।স্কেচ না করলে আমি
বাচঁব কেমনে?তাও করতে লাগলাম।
একসময় আমার নানা'র চোখেও পড়ল।
নানাও বলল কোন প্রকার প্রানী আকাঁ
গুনাহ।এইবার আমি তো ভালই বিপদে
পড়লাম।যারা একটু নামাযী তাদের
ধরে ধরে জিজ্ঞেস করতে লাগলাম
"স্কেচ করলে কি আল্লাহ গুনাহ
দেয়?!"একদিন ফুপ্পাকেও জিজ্ঞেস
করলাম(ফুপ্পা হজ করে এসেছে)তো
ফুপ্পাও একই কথা বলল।তারপর স্কেচ করা
প্রায় ছেড়েই দিলাম বলা
চলে।"স্পর্শের বাইরে আমি"(তুলি) আপু
জোস আর্ট করে।তুলি আপুর কাছে
শুনলাম, আপুও একই কথা বলে।আপু এও বলল
আপু মানুষ আকাঁনো ছেড়ে দিয়েছে।
কি করি?তখন মিসির আলির
"যুক্তি'র"সাহায্য নিলাম।
আচ্ছা সিগারেট ফুঁকা হারাম না?
কোন নেষাজাত জিনিসই তো
হারাম,আমরা কি সিগারেট থেকে
দূরে আছে?আল্লাহর হুকুম মানছি...?
মেয়েদের দিকে তাকিয়ে শিষ
দেওয়া কি যেন হারাম না...?আমরা
মেয়েদিকের দিকে তাকাই না?শিষ
দিই না?মেয়েদের পদ্দার আড়ালে
থাকা নিয়ম, এই যদি নিয়ম হয়
তাহোলে বর্তমানে রাস্তায়
বেরোলে ছেলেদের চেয়ে
মেয়েদেরই বেশি দেখা যায় কেন..?
আচ্ছা শুনলাম ফেসবুক চালানো ও
নাকি গুনাহ... http://www.stastica.com এর
রিপোর্ট মার্চ -২০১৫ অনুযায়ী facebook
ব্যাবহারকারীর সংখ্যা ১৪১৫
মিলিয়ন!..তো কি বুঝিলেন.....?
আমরা যদি উক্ত জিনিস না ছাড়তে
পারি।উক্ত জিনিস অথাৎ গুনাহ হবে
এমন জিনিস যদি ছাড়তে না পারি।
তাহোলে আমরা স্কেচের পেছনে
কেন লেগে থাকি?
আমার মতে মাটি দিয়ে প্রাণী
তৈরি করা গুনাহ।কারন আদম (আ
মাটির তৈরি।সেহেতু মাটিদিয়ে
মানুষ বানালে গুনাহ হতেই পারে।
আমি অন্তত মানি।
কিন্তু পেন্সিল দিয়ে আকাঁলে কেন
গুনাহ হবে?আমি আবার স্কেচে এ
মনোনিবেশ করছি.......
# fightunFair
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮