একদিন হয়তোবা প্রতিদিন এমনি করে দেখা হবে
শিউলি তলায় দুর্বাঘাস বিহীন ছায়াকুঞ্জ বীথি,
নয়ন মনোহর রূপের ভেল্কি চিরদিন নাহি রবে
নেই সুর সুধা দোয়েলের কন্ঠে দিবস রাতি।
তোমায় দেখতে পাবে বলে দূর থেকে দূরান্তরে
ছুটে আসে বেরসিক নাগর সাত-সমুদ্র দেয় পাড়ি
মৃদু মন্দ ভোরের বাতাসে গাছের পাতা ঝিরঝিরে
মাঠে মাঠে ধানের শীষে দোলা লাগে ভারি।
বিরহী বক পাখি রাখালী বাঁশির উদাস করা সুরে
কত দিন কত রজনীর অপেক্ষায় বিচ্ছেদ অনলে
শূন্য হাওয়ায় হারায় ঘুড়ি আকাশে নাহি উড়ে
মেঘেরা উড়ে যায় বৃষ্টির ধারা ফুল ও ফসলে।
পল্লী বালা কারে দেখে লাজে মরে যায়
পরান পাখির সাথে কহিবে কথা মন ভরে,
সখী কার আগমনে কলকল ধ্বনি হিয়ায়
শিশির ঝরা সকাল যেন হাসিতে মুক্তো ঝরে।
মেঠো কলস নিয়ে আঁকা বাঁকা পথে দিঘির পাড়ে
দেখা হবে কি হবে না , মনে রয় সংশয় ?
জলের কিনারায় কার লাগি অশ্রু পড়ে ঝরে,
জলের তলে কিসের ঝিলিক দু’নয়ন হারায়?
দুর্বোধ্য মন তোমার চোখে অনির্বাণ প্রেমের শিখা
জ্বালাও প্রাণে অবুঝ মনে অন্তরে প্রান্তরে
জনম তরে তুমি রয়েছ কার ভাগ্যে লিখা,
অধরা গো অধরা, আছো তুমি হৃদয় জুড়ে।
*******
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩