ডায়েরী, তুমি কথার ফুলঝুড়ি
বিগত দিনের সুতো বিহীন ঘুড়ি।
তুমি কারো স্মৃতির উল্টানো পাতা
কারো জীবনের দুঃখ-বেদনা গাঁথা।
শীতের রাত্রিতে সেলাই বিহীন ছেড়াকাঁথা!
কখনও তুমি স্মৃতিময় আনন্দঘন ইতিহাস
রোমাঞ্চকর বুক ভরা ভালবাসার উত্তাপ,
আর কারো সর্বনাশ-বিষাদক্লিষ্ট দীর্ঘশ্বাস।
তুমি সেদিনের দু’আঁখির দুরন্ত, নিষ্পলক
সাদা কাগজের বুক ফাটা কালো দাগ
নিমর্ম পরিণতি, ছলনার ভুলের পরাগ।
তুমি বোবা, অথচ জীবন্ত কাহিনী
নির্বাক কাব্যময়, পুতুলের চাহনি
মরুভুমিতে পদযাত্রা দিবা-রজনী।
তুমি প্রেমের কাঙালদের স্বপ্নময় আকাশ,
বাগানের ফোঁটা ফুলের সুবাসিত বাতাস
সফলতার মঞ্চে পৌঁঁছার তীব্র অভিলাষ।
তুমি সাফল্য-ব্যর্থতার নীরব-নিথর সাক্ষী
প্রেমের তরীতে ভাসমান মাছরাঙ্গা পক্ষী,
হারিয়ে খোঁজা, ঢেউয়ে দোলা ময়ূরাক্ষী।
তুমি নীলিমা, দূর আকাশে হৃদয়ের কল্পনা
চৈত্র্যের দিনে বেলাভুমিতে ঘুঘু পাখির আল্পনা
তুমি ¯মৃতি সাগরে ভেসে চলা দোলনা।
তোমাকে নিয়ে কতজনের কত ভাবনা
অতীত কথা তোমার কি কখনো মনে পড়ে না?
মনের কথা মনেই থাকুক, থাকুক অজানা।
তুমি সুখ-দুঃখ, আনন্দ-হাসির সংমিশ্রণ
আলোকিত জীবন গড়ার সুনিপুণ দিকদর্শন
সংসার-সাগরের নিরবচ্ছিন্ন প্রেমের অমৃত বর্ষণ।
তুমি তিক্ত অভিজ্ঞতা দলে এগিয়ে চলার পণ,
ডাকছে অভিযাত্রির বেশে ভাবি আলোর ভুবন
প্রেম-প্রকৃতির সুর সুরভী বসন্তের আগমন।
তুমি বারে বারে ফিরে আসা স্মৃতির চর্বিত চর্বন,
মাতাল হাওয়ায় অনিরুদ্ধ, চকচকে গুজব-গুঞ্জন
দূর আকাশে অদৃশ্য শক্তির ছায়াতলে দৃঢ় বন্ধন।
-------------
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫