আমি শুনতে পাই
একটি পাখির পালক খসে যায়
মধ্য গগনে।
আমি নীরব নিঃশব্দেও শব্দ পাই
বন্ধুবিহীন পাখিটির ব্যথায়;
একবার ধ্বনিত হয়ে স্বর তার মিলিয়ে যায়
বৃক্ষবিহীন বিপর্যস্ত ধরায়।
আমি শুনি নিরন্তর মর্মর
ধ্ব’সে যায় পত্র-পল্লব-সারি
মড়মড় তার জননী বৃক্ষটির পতনের পর।
আমি ও আমরা দেখি প্রত্যহ নিশ্চয়
সুন্দরবনে মারা পড়ে যায় হরিনী ও বাঘ
পান করে দুষিত তেলে ভেজা জল।
খবরের কাগজে প্রায়শ হয় শিরোনাম
অরণ্য বন প্রকৃতিকে নিয়ে
কারা যেনো করছে ব্যবসা বেসাতি!
সবাই শুধু বলে যায় কেউ যেন জানেনা যে
কারা সে গাথছে নিত্য
সভ্যতা ও মানুষের বিপর্যকর নিয়তি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৯