পাথরের পাষাণ প্রাণ জানে না সে কে,
গীতভরা নদীর ধারা জানে না
ধরিত্রী মাঝে তার অবদান,
পুষ্প-কুসুম প্রাণ বৃক্ষ-গুল্ম-পাতা-লতা
খুঁজে পায় না তার আপন আত্মার গান;
আপন অক্ষে শুধু ঘুরে চলে নক্ষত্র
তারার দল; আপনি সে কে মনে নেই
তার সে কথা জানার সাধ।
মানুষ আমি, হাজার বছর ধরে তাই
করছি অনুসন্ধিৎসা; জানি আমি বিশ^ ভূবন মাঝে
আমার আপনার স্থান - ধরণীর পারে
মানব জনম পেলে রাখতে পারি কোন অবদান!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫