টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনকে যে মহল জামাতী শ্লোগান বলে চালাতে চাইছে, ষ্টিকি পোষ্টে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যে আর্টিক্যাল গুলোর লিন্ক দেওয়া আছে সেই লেখকদের সাথে জামাতের কোন লিন্ক আছে কি? যারা সমর্থন করে মন্তব্য করেছেন তারা কী জামতী? ভারতের বিভিন্ন সংগঠন, যারা টিপাইমুথ বাঁধের বিপে অবস্থান নিয়েছেন তারা কোন জামাতী ? Click This Link
জামাতী প্ররোচনা বলে যারা টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনকে কুলষিত করতে চাই তারা স্বঘোষিত দেশদ্রোহী নব্য রাজাকার। শক্তের ভক্ত এই সব বিদেশী দালালরা অত্যান্ত্য সুযোগ সন্ধানী। যারা দেশের স্বার্থ ও ভবিষ্যত প্রজন্মের কথা না ভেবে কেরল বর্তমান আর নিজ স্বার্থ নিয়ে ভাবে। ”৭১” এ তারা নির্ঘাত রাজাকারের ভুমিকায় থাকত। এই সব সুযোগ সন্ধানীরা চির কালই নীড় সন্ধান করে ফেরেন আর এই খুঁজে ফেরার দৌড়ে একটু অনুগ্রহ একটু আশ্রয়ের জন্য দালালী আর মিথ্যার আশ্রয় নিতে দ্বিধা করেন না । ষ্টিকি পোষ্টে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও তারা দেশের ক্ষতির বিষয়টা অস্বিকার করতে চান। খুঁজতে থাকেন তাদের প্রভুদের সমর্থনে কোথাও কোন তথ্য যদি থাকে।
গুগোল আর্থে যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয় জানেন, এখানে যে সব স্থান চিহিন্ত করা হয় তা যে কেউ করতে পারে অর্থাৎ এসব চিহ্নিত স্থান আদৌ সঠিক কি না সে ব্যাপার নিশ্চিত করে বলা যাবে না। সুরমা ও কুশিয়ারা নদীর অবস্থান নিয়ে বিভ্রান্তি কর তথ্য পেলাম। সুরমা ও কুশিয়ারা উভয় নদীকে সুরমা হিসাবে চিহ্নিত করা আছে(এখানে স্ক্রিন শট নিয়ে দিলাম)। এমন কি বারাক নদি ও সঠিক জায়গায় চিহ্নিত নয়। কাজেই আপনাদের প্রতি অনুরোধ গুগোল আর্থে টিপাইমুখ খুজে বিভ্রান্ত হবেন না। যারা অমাদেরকে এই বিভ্রান্তির মধ্যে নিয়ে আমাদের প্রতিবাদকে দুর্বল করতে চায় তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু“। এদের ব্যাপারে সজাগ থাকবেন।
তথ্য প্রযুক্তির যুগে এই বিভ্রান্তিকর তথ্য খুবই দূঃখ জনক।
"নীল ভেইন এর মত রেখা নী নির্দেশক"
কুশিয়ারাকে সুরমা দেখান হয়েছে
"হলুদ রেখা বাংলাদে-ভারত সীমানা নির্দেশক"
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৮