একসময় আমি লইট্টা মাছ খেতাম না, আমার কাছে এটা ঘন সর্দির মতো মনে হতো পরে যখন এট্টু বড় হলাম বুঝতে পারলাম ঐ টা ও দেখতে এমন, এগুলো জাস্ট মনের শক্ ৷
.
আমার লতি বরবটি খেতে ইচ্ছে হতো না কারণ বিজ্ঞান বইয়ে আঁকা নাড়িভুঁড়ির মতো দেখতে ছিলো,
.
স্কুলের বন্ধু অবশ্য নুডুলস্ খেতো না কারণ সেগুলো নাকি দেখতে কেঁচোর মতো যদিও আমি তার চিরতরে খাওয়া বন্ধ করতে বলেছিলাম, আসলে এগুলো ফিতা কৃমির মতো....!
.
এক লোক ডায়রিয়ার মতো দেখতে তাই ডাল খায় না, তাকে জিজ্ঞেস করলাম জিলাপি খান কি না? সে বললো খায় ৷
.
সর্বদা পুরুষবিদ্বেষী এক আপুকে একবার ইনবক্স করেই ফেললাম, আইসক্রিম, কলা তো ঠিকি খান্?
.
মাশরুম যেটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো, সেটাও নাকি অনেক উপাদেয় ৷ ইন্টারনেট গেটে যতবার মাশরুমের নাম শুনেছি ততবার নিজের দিকে তাকালে খুব গর্বিত মনে হতো,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে দুষ্ট প্রিয় বন্ধু ছিলো, ফজলুল করিম! সে আমার আগে বিয়ে করেছে, বিয়ে করিনি বলে আমার উপর তার অনেক রাগ, সেদিন একটা পাঁচ টাকার সিঙ্গারা এগিয়ে দিয়ে বললো, এটা হলেও খা, খেয়ে দূর হ্!
.
সব সময় দরজা বন্ধ করে থাকা বন্ধুটি একদিন বললো, জীবন এসএমসির ওরস্যালাইন হয়ে গেছে ৷
.
আসলে জীবন অনেক সুন্দর দিল্লীকা লাড্ডুর মতো, খেলেও মজা, নে খেয়েও...!
.
এক সময় বিয়ের পর তো শেয়ার দিবি না, দিবো বলে কত বার সিগারেট হাকিয়ে টান মেরেছি,
.
লাল টমেটো, ডাব, গাজর, বেগুন আমার কাছে এখনো দুষ্ট প্রকৃতির খাবার, ভালো ছেলে বলে খেতে দ্বিধা হয় ৷
.
'বল্ আলু, জাইল্লা তোর খালু'র ভয়ে মাকে বলতাম গোল গোল এটা দাও, কখনো ভাবিনি খালু তো একটা প্রাইভেট চাকরি আরেকটা মাষ্টারি করে,
.
একসময় পথের বাঁকে রেখে আসা সুন্দরীকে 'ভালোবাসা হবে' বলতে গিয়ে কন্ঠরোধ হয়ে যাওয়ায় বলেছি, ভালোবা'চা' হবে, সে উত্তর দিলো, না ক'ফি, ফি বলতে তখন কেবলি বেতন ভাতা বুঝতাম..!
.
তোমরা যে আজকে কথায় কথায় সেন্টি খাও সেটা আমাদের কাছে ছিলো, 'সেন্টার ফ্রেশ' কিংবা নতুন উদ্যেম ৷
.
জীবন কত অদ্ভুত, লিজাকে না পাওয়ায় অপু কখনো আর ক'লিজা খায়নি!
.
খোঁজ করলে সিনিয়র আপার উপর ক্রাশ খেয়ে মুরগীর পা খাওয়া বাদ দেওয়া মানুষও পাওয়া যাবে ৷
.
লাল পানি বলতে রুহ অফজা মনে করা মানুষ আমি, কেউ কিছু মনে করবেন না প্লিজ,
.
শিমের বিচি আমার কাছে কেবলি উপাদেয় খাদ্য,
.
নানী বলে, ডালিম পাকিলে ফাটিয়া যায়, এভাবে পাকা ডালিম চিনতে হয়, এগুলো হেব্বী শিক্ষা আমার জীবনের পাথেয় ৷
.
অনেক মানুষ কেনো মূলা খায়না তারও একটা জরিপ করা দরকার,
.
জীবনের প্রথম শ্যুটকির গন্ধে বমি আসার পরও সেটা আজ আমার প্রিয় খাবার, একবার ভালো না লাগলে যে সারা জীবন ভালো লাগবে না, জীবন কিন্তু এমন না ৷ খোদার কসম এমন কখনো না!
.
আমার এখন অদ্ভুতভাবে ডার্ক কালারের চকলেট এবং শ্যামলা মেয়ে দুটোই ভালো লাগে ৷
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ রাত ৮:৫৯