দেশে কোটিপতির সংখ্যা প্রায় পৌনে দুই লক্ষ যাদের অনেকে শত কোটি টাকার মালিক,
.
তাদের থেকে নূন্যতম দুই লাখ টাকা করে নিলেও চার হাজার কোটি টাকার ফান্ড হবে যা দিয়ে পুরো গার্মেন্টস শিল্পের শ্রমিকদের আরো এক মাসের বেতন দেওয়া যাবে!
.
গত দশ বছরে ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে ওখান থেকে এক লাখ কোটি টাকা উদ্ধার করতে পারলে পুরো দেশের যে ক্ষয় ক্ষতি তা অনেকটা মোকাবেলা করা যাবে,
.
শুধু সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানত আছে পাঁচ হাজার তিনশ তেতাল্লিশ কোটি টাকারও বেশী....!
.
তাহলে আমার দেশের মানুষ কেমনে না খেয়ে থাকে...ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করে! কেনো?
.
ব্রাক বলছে দেশের চৌদ্দ ভাগ মানুষের ঘরে খাবার নেই,
.
মাননীয় প্রধানমন্ত্রী এই চৌদ্দ ভাগ অভুক্ত মানুষের দুই চোখ আপনার দিকে তাকিয়ে আছে ৷
.
টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় যে দেশের নাম থাকে সে দেশের মানুষ কিভাবে না খেয়ে থাকে!
.
সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধার করতে এনবিআরকে দুদকের চিঠির সদুত্তর পাওয়ার সময় এসে গেছে,
.
এক কোটির উপরে মানুষ বেকার হওয়ার সম্ভবনা, দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকলেও খাদ্য ক্রয়ের মতো টাকা থাকবে না, তাদের হাতে টাকা পৌঁছাতে হবে!
.
হংকং ক্রয়ক্ষমতা বাড়াতে ১৮ বছর এবং তার বেশি বয়সের ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার ডলার দেওয়ার ঘোষণা করেছে,
.
কানাডা একমাসের বেতন, বাসা বাড়া থেকে যত খরচ সবি ই ব্যাংক হিসাবে পাঠিয়ে দিচ্ছে!
.
ট্রাম্প ২৫ হাজার কোটি টাকা ঘোষণা করেছে জনগনকে নগদ হাতে দেওয়ার জন্য!
.
পাকিস্তান দারিদ্র পীড়িত এক কোটি বিশ লক্ষ পরিবারকে নগদ সত্তর ডলার করে দেয়া শুরু করে দিয়েছে,
.
প্রায় সব দেশ লাখ কোটি টাকার প্যাকেজের পাশাপাশি অর্থনীতি টিকিয়ে রাখতে গরীব বেকারদের নগদ অর্থ হাতে দিচ্ছে!
.
দশ টাকা কেজিতে চাল বিক্রী করার আগে দেখতে হবে ওদের পকেটে অন্তত একশ টাকা আছে কি না,
.
যারা দিন এনে দিন খায় তাদের পকেটে এক সপ্তাহ কাজ না করলে কয়েক পয়সাও অবশিষ্ট থাকে না!
.
সরকারের এখনো করোনা পরবর্তী মোকাবেলার করার জন্য এক লাখ কোটি টাকা দরকার কমপক্ষে,
.
মানুষ সব দলে দলে বের হয়ে যাচ্ছে...ক্ষুধার জ্বালার কাছে লক ডাউন ফেইল করতেছে সেদিন এক রিক্সা চালক বললো, আইন আমিও মানি কিন্তু পেট পরিবার ওরা তো মানে না!
.
প্লিজ ওদের করোনা থেকে বাঁচাতে গিয়ে খাদ্যের অভাবে মরতে দিয়েন না ৷
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৩