এপিজে আব্দুল কলাম বলেছিলেন ইংরেজীতে Fail অর্থ First Attempt in Learning অর্থাৎ শিখার প্রথম ধাপ,
.
আমরা সবাই জানি ইংরেজীতে আরো একটি শব্দ NO অর্থ Next Opportunity 'আরেকটি সুযোগ'
.
ইংরেজ জাতি কেনো আজ এতো এগিয়ে,
.
Impossible কে ওরা বলে l M Possible 'আমার দ্বারা সম্ভব'
.
End কে ওরা বলে Effort Never Dies 'প্রচেষ্টার মৃত্যু নেই'
.
জীবন সফল হতে হলে বউ বানাতে হবে কারণ Wife অর্থ Worries Invited For Ever(খাল কেটে কুমির আনা) তারপর তাকে নিয়ে নতুন উদ্যমে খেলতে শিখা Wife আরেকটি অর্থ Wonderful Instrument For Enjoyment
.
এক সময় বাঙ্গালী জীবনে বউ ছাড়া মজা করার কোন ইস্যু ছিলো না তাই জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো দ্বিগুণ!
.
সত্যি বলতে কি,
.
ওস্তাদ বা'য়ে প্লাস্টিক যেমন গাড়ি চালককে সচেতন করে তেমনি 'ওস্তাদ ঘরে বউ আছে' আপনাকে কর্মমুখী কিংবা সচেতন করবে!
.
বউ হলো উপরের শব্দগুলোর মতো, যখন সে আপনাকে বলবে 'মেনে নিলাম আমি ভুল তাহলে শুদ্ধটা কি?' আপনি বলুন, 'তুমি শুদ্ধ বলেছো বরং আমি যেটা বলেছি সেটা ভুল'
.
এটাকে বলে 'বিপরীত মেথোড'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীর এক ভাই এই মেথোড কাজে লাগিয়ে সুখী হয়েছেন,
.
একবার তার বউ তাকে জিজ্ঞেস করেছিলেন আমার সাথে কাটানো ১০ বছর তোমার কি অনেক দীর্ঘ সময় মনে হয়েছে? সে বললো আরে না! মনে হয়ে মাত্র ০১ বছর!
.
আমার পিছনে ১০০০ টাকা ব্যয় করার পর তোমার ফিলিংস কেমন হয়? স্বামী উত্তর দিলো, মাত্র ০০০১ টাকা ব্যয় হয়েছে এমন!
.
কারণ বউরা একটু ঘাড় ত্যাঁড়া হয়! আপনি কখনো জিততে পারবেন না এমনকি বিচারও!
.
বিচারক বলছে, আপনি এতো কিছু থাকতে আপনার স্বামীকে চেয়ার ছুঁড়ে মারলেন কেনো? বউ উত্তর দিলো, 'টেবিলটা এতো ভারী যে আল্গাইতে পারতেছিলাম না তাই'
.
তাই জগতে বিখ্যাত ব্যক্তিরা বলেছেন, বিয়ে হলো সবচেয়ে কঠিন সিন্ধান্ত!
.
যে এই সিন্ধান্ত নিতে পারে সে পৃথিবীর জয় করারও ক্ষমতা রাখে! বউ হলো পৃথিবীর সবচেয়ে বড় মোটিবেশন!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪