এক লোক সারাদিন যিকির করে কোন কাজ করে না সুতরাং হুজুর জিজ্ঞেস করলো, ভাই আপনি আর কি করেন?
.
সে বললো কিছু করিনা শুধু জিগির করি! তাহলে চলেন কিভাবে? উত্তর দিলো, বাবা ৩৫ লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স করে রেখেছিলেন সেখান থেকে চল্লিশ হাজার টাকা সুদ আসে আমি সেগুলো দিয়ে চলি!
.
এরপর হুজুর বললো, আপনি তো নিশ্চয়ই জানেন সুদ হারাম!
.
তারপর সে বললো, জানি বলেই তো টাকাগুলো নিজের নামে রাখিনি বউয়ের নামে রেখেছি!
.
সমাজটা এমনি সবাই যে কোন উপায়ে যুক্তি উপাত্ত দিয়ে নিজেকে সাধু বানাতে ব্যস্ত!
.
এক আবদুর রব শরীফ মানে আল্লাহর ভদ্র বান্দা লোক বলছে সে ঘুষ টুস ছুঁয়ে দেখে না! কিন্তু আরেক হাতে ডয়ার খুলে রাখছে! পার্সনাল সেক্রেটারি ইশারা দিয়ে বলছে, স্যার তো ঘুষ খায় না আপনি বরং টাকাগুলো ডয়ারে রেখে যান! কাজ হয়ে যাবে!
.
তো এক নাপিত ছিলো সে সরকারী কর্মকর্তাদের বলতো, আপনারা নাকি ঘুষ নেন তো ধরা খেলে তো পুলিশ ধরে নিয়ে যাবে! রাজনৈতিক নেতা আসলে বলতো, টেন্ডারবাজি করেন একদিন তো ঠিকি পুলিশ ধরে নিয়ে যাবে! কোন দুর্নীতিগ্রস্থ লোক এলে সে সবাইকে এই কথাটি বলতো কিন্তু একদিন পুলিশ এসে সেই নাপিতকে ধরে নিয়ে ডিম থেরাপি দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কাস্টমারদের উল্টা পাল্টা কথা বলো কেনো? নাপিত বললো, এগুলো বললে ভয়ে তাদের চুল খাড়া হয়ে যায় তাতে আমার চুল কাটতে সুবিধা হয়!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯