ছোট মেয়েটি এসে আমার পা ধরে সালাম করলো ! তবুও তাকে মাফ করো বললাম ! কারণ ফয়েজ লেক ডুকার জন্য আমি এগারশো টাকা দিয়ে টিকেট কিনেছি ! সুতরাং পাঁচ টাকা বাঁচাতে হবে !
.
কিছুক্ষণ পর মনে হলো এই প্রথম কেউ আমার জীবনে পা ধরে সালাম করলো ! আহা কি শান্তি ! তবে কি আমার উচিত ছিলো তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলা 'বেঁচে থাকো মা ! বেঁচে থাকো আজীবন !' না ! তার মাথা নোংরা ৷ সে টোকাই ! তাকে ছুঁলে জাত যাবে ৷ তবে কি সে আমার পা ছুঁয়ে আমার জাত মেরে দিয়েছে !
.
খুব ইচ্ছে করছে দেখতে টক শো তে মানবাধিকার নিয়ে কথা বলা মানুষগুলো এমন পরিস্থিতিতে পড়লে কি করে ? তারা কি বাচ্চাটিকে কোলে তুলে আমার সোনা বাবু হলে হাতে দশ টাকা গুঁজে দেয় ? মনে হয় টক শো শুরু করে দেয় ! শুনেছি তারা ও আমার মতো মাফ করো বলে বলে টিভি চ্যানেলের দিকে হেঁটে যায় !
.
পৃথিবীর সবচেয়ে কঠিনতম ডায়লগ কি জানেন ? 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'
.
এই লেখাটি লেখার আমার অধিকার নেই ! লেকচার সবাই দিতে পারে ! আমি ও ! লেখাটি লিখেছি এই কারণে জীবনে প্রথম কেউ পা ধরে সালাম করায় আমি তাকে পাঁচটা টাকা দিয়েছিলাম ! ঐ পাঁচ টাকা দিতে গিয়ে মনে হয়েছিলো আমার মানিব্যাগ খালি হয়ে গিয়েছিলো কিন্তু তার আগে এই আমি এগারো'শ টাকা দিয়ে দুইটা টিকেট কিনেছি ! মনে হলো বেপার না !
.
ঘটনাটি ঘটার একটু আগে আমি একটি ছেলেকে দেখেছি সে কিছু টোকাই ছেলে মেয়েদের নতুন দশ টাকার বান্ডিল একটি বের করে একটি একটি করে দিচ্ছে ! তাদের আমড়া খাওয়াচ্ছে ! গল্প করছে ! তারপর একটি হুন্ডায় উঠে ভোঁ ভোঁ করে চলে গেলো ! তার কান্ড দেখে দুই একজন লাইনে দাঁড়ানো লোক টিটকারী মার্কা হাসি দিচ্ছিলো ! আমিও মজা নিচ্ছিলাম ! একজন তো বলে উঠলো, 'পাগলামী দেখে বাঁচি না, টাকা বেশী হয়ে গেছে ! টোকাই গুলোর অভ্যেস খারাপ করে ফেলতেছে !'
.
কেউ কেউ বলে না ! শুধু পাল্টাই ! কারণে অকারণে সমাজ পাল্টাই ! আমি তোমাদের মত কেউ একজন হতে পারি নি কিন্তু তোমরা পেরেছো ! সেলুট তোমাদের ! মাটির সাথে মিশে তোমরা খাঁটি সোনা হয়ে গেছো !
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০০