আমরা পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারা’র ১৫৬ নম্বর এই আয়াতটি সাধারণত যখন কেউ মারা যায় অথবা আমাদের কোন কিছু হারিয়ে গেলে খোঁজার সময় পড়ে থাকি …
.
অথচ আমরা যদি এই আয়াতটির আগের আয়াত ও পরের আয়াত অর্থাৎ ১৫৫ ও ১৫৭ নম্বর আয়াত পড়লে দেখতে পাই এই আয়াতটির ব্যাপ্তি আরও অনেক বিশাল …
.
১৫৫ : আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
.
১৫৬ : যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।
.
১৫৭ : এরাই তারা, যাদের প্রতি তাদের রব-এর কাছ থেকে বিশেষ অনুগ্রহ (মাগফিরাত) এবং রহমত বর্ষিত হয় এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।
.
এ আয়াতটি কখন কখন পড়তে হবে ?
.
আমরা যদি এই তিনটি আয়াত কয়েকবার পড়ি এবং অনুবাদটি বুঝার চেষ্টা করি তাহলেই আমরা খুব সহজেই বুঝতে পারব ইনশাআল্লাহ ...
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৮