বিশেষ দ্রষ্টব্য: পোষ্টটি শুধুমাত্র আমার জন্য নয় বরং সকল নতুন ভোটারদের উদ্দেশ্যে পরামর্শ সাপেক্ষে।
কিছুদিন আগে ভোটার হলাম। ভাবতেই ভালো লাগছে যে, আগামী নির্বাচনে আমার মত প্রাধান্য পাবে। যেহেতু নতুন ভোটার, সেহেতু বুঝতেই পারছেন রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। তাই প্রাণপ্রিয় সকল ব্লগারদের থেকে উপযুক্ত পরামর্শ চাচ্ছি।
পরামর্শ গ্রহনের পূর্বে আমি আমার এলাকার দুইজন ব্যক্তির মতামত শেয়ার করছি :
(ক) খুবই সাধারন মানুষ : তুমি যদি চাও দেশের উন্নয়ন হোক, তাহলে আওয়ামী লীগ বা বিএনপি থেকে আশাকরার মত উন্নয়ন সম্ভম নয়। আওয়ামী লীগ বা বিএনপি একে অন্যের এপিঠ ওপিঠ। কারন : বিগত বিএনপি বা বর্তমান আওয়ামী লীগ দুই সরকারই দুর্নীতিগ্রস্থ। সরকার প্রধান যারা তারা দুর্নীতিগ্রস্থদের বরাবরই স্বাগত জনাচ্ছে। (পরামর্শ দাতা সম্ভবত নারী নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে চাই।)
(খ) সাধারন মানুষ : আওয়ামী লীগ বা বিএনপি দেশের একেবারেই উন্নয়ন করেনি তা আমি বলছিনা। তবে “এরশাদ” তথা জাতীয় পার্টি যা করেছিল তার অর্ধেকও এই দুই সরকার করে নাই।
[ (ক) এবং (খ) আমার ব্যক্তিগত মতামত নয়। আমার এলাকার দুইজন সাধারন ব্যক্তির মতামত। ]
এখন আমার মূল প্রশ্নে আসি...
** কাকে ভোট দিব ? এবং কেন দেব ? **
১. আওয়ামীলীগ জোট।
২. বিএনপি জোট।
৩. “এরশাদ” তথা জাতীয় পার্টি। (যদি এককভাবে নির্বাচন করে)
৪. উপরের তিনটির যদি একটিও না হয়, তাহলে অন্য কাকে দিব ?
উপরের চারটির মধ্যে যদিই আপনার মতামত হয়, তাহলে তাদেরকে কেন ভোট দিব বা ভোট দিব না সেটির যুক্তি প্রদর্শন করুন।
[কেও যদি ভাবেন মতামত দিলে আপনার দল সম্পর্কে সবাই জেনে যাবে, এবং মতামত দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে আমাকে ভাবতে হবে আপনার সৎ সাহসের ঘাটতি রয়েছে]
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫