গলিত মোমের মত, গলে যাচ্ছে পর্দাটা, ভোরের দরজায়,
ছোট্ট একটা গল্প মোহনার সন্ধ্যায়,
আমাকে ডাকে-কখনো মৃদু ঢেউ, কখনো তীর ভাঙা সুরে।
আমার ব্যকুল শ্রাবণ, মুগ্ধ নয়ন, জলের ধারায়, বটের ছায়ায় তীর্থ শয়ন
কোন সে আশার ভিড়ে।
অস্থিরতায় ভাসছে চোখ পালহীন এই নগরে,
পুরনো মলিন হাসিদের ইতিহাস কিছুটা ধুলোয় নিরব-নিথর পাড়ার বিকেল ছাদে।
কোলাহলের ঘুড়ি সুতো ছিঁড়ে বহুদূরে , আর আমি
শব্দহীন, স্বপ্নহীন প্রতিদিন ডুবছি এ নগরে।
পোড় খাওয়া দিন, আজ থেকে কাল, দিনলিপির ধারাপাতে,
মিশে আছে মুষড়ে পড়া, ভাঙা শামুকের সৈকতে।
দাঁড়ি কমার আচ্ছাদনে নিঃশ্বাস হেলে পড়ে
নুনহীন অন্নহীন কুঁড়ে ঘরে।
তবুও যাচ্ছে দিন বিরামহীন শত ছিন্ন এ নগরে।
বদলে দেবার গল্পে হ্যমিলনের বাঁশিওয়ালা আসেনি ফিরে,
ঘুনে ধরা বাঁশি আছে, মৌনতা ভাঙ্গার এ বিরান প্রান্তরে,
একদিন বৃষ্টি আসবে জানি, কাঁদাজল তোমার সঙ্গী হয়ে
সে আশার মুগ্ধতা জুড়ে থাক প্রাণহীন এ নগরে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬