আজ বিকালে সিটি আইটি ফেয়ারে ঘুরাঘুরি করছিলাম । হঠাৎ চোখে পড়ল এসারের একটি ল্যাপির দিকে। জানতে পারলাম আজকেই নাকি সেটার আগমন। আমার পছন্দ পোর্টাবেল জিনিস এবং মোটামুটি সবধরণের পোর্টসহ হাই এন্ড কনফিগারশেন। হাতে নিয়ে দেখলাম বেশ ভালই হালকা 4.2 lb. (1.9kg) কেজি মাত্র। আর কনফিগারেশন হল-
এসার এসপায়ার ৩৯৩৫
কোর টু ডুয়ো ২.১৩ , ৩ মে.বা ক্যাশ
৩ জিবি ডিডিআর-৩ রাম, ২৫০ জিবি হার্ড ডিস্ক,
১৩.৩ ইঃ এলইডি ব্যাকলিট টিএফটি এলসিডি।
কার্ড রিডার, গিগাবিট ল্যান, ওয়াই-ফাই ড্রাফট এন,
বিল্ট ইন ওয়েবক্যাম, ব্লু-টুথ, ডবলি হোম টিয়টোর
ব্যাটারি- ৫ ঘন্টা ব্যাকআপ
মূল্য-৭৮,৮০০ মাত্র ।
কেনা ঠিক হবে কি?
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭