আমি বছর দেড়েক পরের এক ফোনকলের অপেক্ষায় আছি।
আছি ইত্যকার জীবনের খুচরো টুকিটাকি কিছু কথা বলার অপেক্ষায়।
গত মাসখানেক যাবত গোছাচ্ছি
আরও বছর দেড়েক ধরে গুছিয়ে যাবো
মনের টাইপ রাইটারে গুটিগুটি টাইপ করে চলা
বেশ কিছু নীলচে বেগুনী কথা
বছর দেড়েক পর - একটি ফোনকলে
সব খুলে বলবো বলে।
.
দুষ্ট লোকে বদনাম করে বলে
তোমার এক একটি প্রেমের বয়স
বছর দেড়েক
সর্বোচ্চ
তারপর তুমি হাফিয়ে ওঠো
সদ্য জল থেকে ওঠা রাজহংসীর
ডানা থেকে জল ঝেড়ে ফেলার মত করে
প্রেমিক আর প্রেম ঝেড়ে ফেলে
ফোনে খোঁজ খবর নাও প্রাক্তনদের।
.
আমি তোমার মনের মধ্যে সেই প্যারাডাইম শিফট
এবং প্যারাডাইম শিফট পরবর্তী ফোনকলের অপেক্ষায় আছি।
.
মনেমনে গোছানো কথার কিছুই হবে না বলা।
তুমিও জানো , আমিও জানি - কেন।
যে কারনে ট্রাম্প সরকার সিরিয়ায় বোমা ফেলে
আর বাশার আল আসাদ বোমা ফেলে নিজ জনগনের ওপর।
ভালোবাসাহীনতা...
নিদারুণ এক ভালোবাসাহীন পৃথিবীর
রুখু কর্কশ লু হাওয়া
থামিয়ে দেবে আমাদের সব কথা।
ফোনের এপ্রান্তে অপ্রান্তে অস্বস্তিকর কিছু
নীরব মুহূর্ত কাটিয়ে কেটে দেব ফোন।
.
তবুও, আমি অপেক্ষায় আছি বছর দেড়েক পরের এক ফোনকলের
অপ্রেম ও অভালোবাসার অলাতচক্রপূর্ণ করে
চূড়ান্ত এক আলিঙ্গনের পর
নতুন এক ভোরের দিকে
পায়ে পায়ে এগিয়ে যাবো বলে।
.
১৭ জুন, ২০১৭
আরকে মিশন রোড, ঢাকা
রাত আড়াইটা
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০২