বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুধু এক টুকরো জমির জন্য ছিল না। ছিল নিজের মত প্রকাশের স্বাধীনতার দাবি, ছিল নিজস্ব কালচারের দাবি। সেই দাবিতে, সেই স্বপ্নে ৭১ এ সবাই ঝাপিয়ে পরেছিল যুদ্ধে।
৯ মাসের সংগ্রামের পর ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। সবাই দেশটাকে গড়তে যার যার ক্ষেত্র থেকে রেখে গেছেন অবদান। আমরা পেয়েছি এস.এম. সুলতান, শাহবুদ্দিন আহম্মেদ, জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানদের মত চিত্রশিল্পী। যাদের তুলির আচড়ে ক্যানভাস হয়ে উঠে অন্যন্য সাধারন। আজকে ৭১ এর পটভূমিতে আকাঁ কিছু শিল্পকর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরছি।
আমি ৭১ দেখেছি
দেবদাস চৌধুরী
তৈলচিত্র: মুক্তিযোদ্ধা
শাহবুদ্দিন আহম্মেদ
তৈলচিত্র: হার না মানা ৭১
কাজী আবুল বাসিত
জল রং: সাহসী মুক্তিযোদ্ধা
জয়নুল আবেদিন
ড্রয়িং মুক্তির শপথ
সমরজিৎ রায় চৌধুরী
তৈলচিত্রঃ গনহত্যা
এস এম সুলতান
মেয়ে মুক্তিযোদ্ধ্
কামরুল হাসান
তৈলচিত্রঃ গনহত্যা
আমিনুল ইসলাম
তৈলচিত্রঃ গনহত্যা
মনিরুল ইসলাম
৭১ এর স্মৃতি
সৈয়দ জাহাঙ্গির
৭১ এর স্মৃতি
মনসুর আল করিম
শহীদ
কালিদাস কর্মকার
রক্তের স্মৃতি
হাসেম খা
৭১ এর স্মৃতি
মুহাম্মদ কিবরিয়া
৭১ এর স্মৃতি
নতুন কুন্ড
বোদ্ধভূমি
রফিকুন নবী
বিদ্রোহী
সামসুল ইসলাম নিজামী
২৬ মার্চের সকাল
আব্দুর রফিক
১৯৭১
আব্দুস সাত্তার
শেষ দুইটি চিত্র কর্ম শাহবুদ্দিন আহম্মেদ এর। চিত্রকর্ম দুইটির নাম জানতে পারি নি। কেউ জানলে কম্যান্টস করে জানাবেন প্লিজ
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১