০১. মিউনিখ চুক্তিঃ মিউনিখ চুক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অন্যতম প্রেরণা দায়ক বলে ইতিহাসবিদরা মনে করেন। কারন এই চুক্তির ফলে হিটলার চেকোস্লোভাকিয়া দখল করেন। এবং পরবর্তীতে সামরিক আগ্রাসনের উৎসাহ পান। বাম থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলীন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ার, জার্মান ফুয়েরর হিটলার, ইতালীয় নেতা মুসলীনি।
০২. মস্কো অনাক্রমন চুক্তি। এই চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানী পোল্যান্ড দখল করে। চুক্তি করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রব ও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মালটোভ।
০৩. জার্মান বোমার আঘাতে বিধ্বস্ত পোলিশ রাজকিয় প্রসাদ। ছবি সেপ্টেম্বর ১৯৩৯।
০৪. জার্মান ফুয়েরর এডলফ হিটলার ও ইতালিয় ফ্যাসিষ্ট নেতা বেনিতো মুসলিনি।
০৫. ১৯৩৯ সালে সোভিয়েত ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে জাপান সেনাবাহিনী সোভিয়েতদের কাছে প্রচন্ড মার খায়। ফলে জাপান কোভিয়েতের সাথে নিরোপেক্ষতা চুক্তি করতে বাধ্য হয়। যুদ্ধক্ষেত্রে বিটি-৭ ট্যাঙ্কের সামনে এক সোভিয়েত সেনা।
০৬. পোল্যান্ডে জার্মানীর অপারেশনের ব্লু-প্রিন্ট। পোল্যান্ড অভিযানের এই অপারেশনের সাংকেতিক নাম ছিল অপারেশন ফল ওয়াসিস।
০৭. জার্মান বিমানবাহিনীর আক্রমনে নিহত বড় বোনের লাশের পাশে ছোট বোন।
০৮. জার্মান-সোভিয়েত সেনা-বাহিনী পোল্যান্ড দখল করে নেয় এবং নতুন সীমান্তে তাদের মিলিত হবার দৃশ্য।
০৯. পোল্যান্ড দখল করার পর ১৯৩৯ সালের ২৩ সেপ্টেম্বর দখল কৃত পোল্যান্ডের পূর্ব পোল্যান্ডের ব্রেস্ট শহরে যৌথ প্যারেডের আয়জন করে। সেই প্যারেডে জার্মান অধিনায়ক হিসাবে উপস্থিত ছিলেন তৎকালিন জার্মানির সেরা ট্যাঙ্ক অধিনায়ক মেজর জেনারেল(জেনারেল) হ্যানজ গুদেরিয়ান ও সোভিয়েত বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সিমন করভসিন।
১০. ওয়ারশর রাজপথে জার্মান সেনাবাহিনীর কুচকাওয়াজ।
১১. সোভিয়েত সীমান্ত অতিক্রম করছে জার্মান সৈন্যরা।
১২. পোল্যান্ডে জার্মান কুচকাওয়াজে হিটলার।
১৩. পোল্যান্ড অভিযানে জার্মান সেনানায়ক ফিল্ড মার্শাল ফেডার ফন বক।
১৪. পোল্যান্ড অভিযানে সোভিয়েত সেনানায়ক ফিল্ড মার্শাল ক্লিমিন্ট ভারসিলভ।
১৫. পোল্যান্ডের তৎকালিন সেনাপ্রধান ফিল্ড মার্শাল এডওয়ার্ড স্মিট্জ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮