আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেদের গালি এবং হুমকির কারণে লেখা বাদ দিয়েছি। এখন শুধু শিল্পী শায়ানের এই গান শুনছি আর কল্পনা করছি, কবে তাদের এই দেশ ছেড়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিবেন।
আর একটা অবুঝ জাতির অবুঝ মানুষের কাহিনী লিখছি-
আমাদের গ্রামের একজন লোক কঠিন আওয়ামীলীগার, যদিও তার ফিনান্সিয়াল অবস্থা খুব ই নাজুক, তারপরও সে কাজ বাদ দিয়ে হলেও লীগের প্রোগ্রাম এটেন্ড করে।
তার একটা ছেলে খুবই ব্রিলিয়ান্ট। সব জায়গাতেই সে গোল্ডেন প্লাস পেয়েছে।
রিসেন্টলি ঐ লোকটা কোটা আন্দোলনকারীদেরকে গালি দিচ্ছে এবং বলছে সরকার যা করছে সব ঠিক আছে।
আমি যদিও গ্রামে যারা রাজনীতি করে এদের সাথে কথা বলি না (কারণ এরা খুবই ভয়ংকর হয়,সামনে কিছু বলে না পরে পুলিশের কাছে শিবির বলে উস্কিয়ে দেয়)।
তো এই লোকটার মিসলিডিং ইনফরমেশন এবং খাপ ছাড়া কথা শুনে সবার সামনে বললাম, আচ্ছা চাচা আপনার ফ্যামেলিতিতে তো কোনো মুক্তিযোদ্ধা নাই,তার মানে আপনার কোনো কোটা নাই।
বললো হ্যা নাই।
আমি বললাম : আপনার ছেলেকে তো অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন , এখন যদি চাকরি না হয় (আমার এলাকার লোক চাকরি বলতে সাধারণত সরকারি চাকরি বুঝে) ?
সে বললো কেন হবে না ?
আমি বললাম আপনার ছেলের চাকরি দেওয়ার আগে অন্য একটা গ্রুপ কে এত % চাকরি দিবে এর পরে যা খালি থাকবে সেখানে আপনার ছেলে মেধাবীদের সাথে কম্পিট করবে।
তখন সে চুপ।
এর পরদিন থেকে আমাকে দেখলে মাথা গুঁজে চলে যায়। তারপরেও হয়তো তার বোধোদয় হবে না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৪