আপনার নিজের ভালোর জন্য হলেও কোটা বয়কট করা উচিৎ। কারণ-
ধরুন আপনার সন্তানকে একটা স্কুলে ভর্তি করেছেন, সেখানে যিনি শিক্ষক তিনি আপনার সন্তানকে ঠিকভাবে বুঝাতে পারেন না, তার মানে তিনি বেষ্ট শিক্ষক না , তাহলে আপনি কি আপনার সন্তানকে ওই স্কুলে রাখবেন? নিশ্চয় আপনার উত্তর হবে, না।
অর্থাৎ আপনি নিজেও চাচ্ছেন আপনার সন্তান বেষ্ট শিক্ষকের কাছে পড়ুক তাই তো ?
তাহলে আপনি কেন আমার সন্তানকে তুলনামূলক কম বেষ্ট শিক্ষকের কাছে পড়তে বাধ্য করছেন ?
বুঝতে পারেন নাই মনে হয়।
আমি বলতে চাচ্ছি আপনি কোটাধারী, চাকরির পরীক্ষায় যার সাথে কম্পিটিশন করে ঐ শিক্ষকতার চাকরিটা পেয়েছেন সে তো আপনার চেয়ে বেশি মেধাবী ছিল, তাহলে কেন আপনি আমার সন্তানকে বঞ্চিত করলেন ঐ মেধাবী শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেওয়ার থেকে।
আবার ধরুন আপনার সন্তান অসুস্থ, আপনি যে ডাক্তারের কাছে নিয়ে গেছেন তিনিও অতটা পরিশ্রমী না, নিজে থেকে ঘেটে আপডেট চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ওরকম ধারণা রাখে না। আপনার সন্তানকে বেষ্ট চিকিৎসা দিতে পারলো না ,আপনাকেই কিন্তু তখন দৌড়াতে হবে ইন্ডিয়া,থাইল্যান্ড বা সিঙ্গাপুর। তখন আপনার কেমন লাগবে? নিশ্চয় ভালো লাগবে না ,তাই না ?
এখানে আমি দুইটা ডিপার্টমেন্টের কথা উল্লেখ করেছি, আসলে আমি বলতে চেয়েছি সকল ডিপার্টমেন্টের কথা। আপনি যে ডিপার্টমেন্ট থেকেই সেবা নিতে চান সেই ডিপার্টমেন্টে যদি পারফেক্ট মানুষটা থাকে তাহলে আল্টিমেটলি আপনি বা আপনার সন্তানই কিন্তু ভালো সার্ভিস পাবেন।
আমি কোটাধারীদেরকে ছোট করে দেখছি না , কিন্তু আপনি কেন কোটার মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন ? কেন আপনি স্কুলের বেষ্ট ছাত্রটায় হওয়ার ট্রাই করেন না ? কেন আপনি চাকরির পরীক্ষায় মেধার ভিত্তিতে সবার প্রথমে নিজের রোলটা দেখার ট্রাই করবেন না ?
আপনি যতটা সময় কোটা বহাল রাখার দাবিতে রাস্তায় নামছেন ততটা সময় পড়ুন না প্লিজ ,আপনিও পারবেন।
আপনি কেন পারবেন না নিজেকে কি একবার সে প্রশ্ন করেছেন? একবার ভেবে দেখুনতো সেদিন যদি আপনার বাবা/দাদা যুদ্ধক্ষেত্রে আপনার মত অন্য কারো সাহায্যের দিকে তাকিয়ে থাকতো তাহলে কি এ দেশটা স্বাধীন হতো?
আপনাকে পারতেই হবে ইনশাআল্লাহ, কারণ আপনি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতী। আপনার বাবা বা দাদাও এমন মনে সাহস রেখেছিলো বলেই হয়তো আজ আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতে পারছি।
আপনি সাহস রেখে পড়ুন প্লিজ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫১