সরকারি মাল দরিয়ামে ঢাল, এই ধরনের একটা কথা প্রচলন আছে। এই কথাটা খুব করে যায় এনবিআর এর সাথে। আজকে এত গুলো বছরেও একটা ভালো ওয়েবসাইট দাঁড় করতে পারলো না। আপনি ট্যাক্স দিবেন আবার আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য চিন্তায় পড়তে হবে।
এনবিআর একটা ওয়েবসাইট বানিয়েছে সিনেসিস আইটি থেকে, সেখানেও হাজারটা ভুল। ফিলাপ করার পরে রিটার্ন ভিউতে সব কলাম দেখায় না। কাস্টমার কেয়ারে কমপ্লেইন করতে করতে ট্যাক্স এর সমপরিমাণ টাকা খরচ করে ফেললাম তাও সমাধান নাই।
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদে মুখে শুনবেন "সম্মানিত করদাতা"। অথচ করদাতাদের অসম্মানিত হতে হয় প্রথম থেকেই, ঝামেলায় পড়তে হয় প্রথম থেকেই।
স্লোগান ব্যবহার করে "দেশের সমবৃদ্ধির অংশ হয়ে উঠুন" অথচ দেশের সমবৃদ্ধির অংশ হয়ে উঠতে যেয়ে আমিই সংকটে পড়ে যাচ্ছি।
আমার মত এমন সামান্য করদাতার জন্য এনবিআরের যত ঝামেলা, তাহলে বড় করদাতারা না জানি আরো কত ঝামেলায় আছেন।
আল্লাহ এই সকল দায়িক্তশীলদেরকে হেদায়েত দান করুন অথবা...
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৮