বর্তমান সময়ের অবস্থা চিন্তা করে ছেলে এবং মেয়ের বাবা-মা কে কিছু পরামর্শ :
ছেলের বাবা-মা:
আপনি যদি ছেলের বাবা বা মা হয়ে থাকেন ,তাহলে যেকোন ভাবে একটু মানুষ করলেই হবে(দুঃখিত মানুষ না যে কোনো ভাবে একটু বড় করলেই হবে)।
ছেলের পিছনের খরচের চিন্তা আপনার করা লাগবে না ,কারন ২ দিন পরে যখন বিয়ে দিবেন মেয়ের ফ্যামেলি থেকে শুদে-আসলে সেগুলো বুঝে নিতে পারবেন , একেবারে ছেলে হওয়ার দিন থেকে বিয়ের খরচ পর্যন্ত যত খরচ হয়েছে সব চেয়ে নিবেন।
আর যেকোন ভাবে যদি একটা সরকারি চাকরি বাগাতে (ম্যানেজ করতে) পারেন তাহলে তো কোনো কথায় নেই ,ছেলের জন্য টাকা তো নিবেনই সাথে আপনার চোদ্দ গুষ্টির জন্যেও চেয়ে নিবেন(মোটেই লজ্জা করবেন না কিন্তু ),কারণ আপনার ছেলে সরকারি চাকরি করে হুমম।
মেয়ের বাবা-মা:
আপনাদেরকে একটু হতভাগায় বলতে হবে,কারন আপনি মেয়ের বাবা বা মা।
আপনার মেয়েকে না পড়িয়ে ঘরে বসিয়ে রাখুন। কারণ আপনি তাকে পড়তে পাঠালে সে অন্য কোথাও সম্পর্ক করবে বা কারো সাথে চলে যাবে, তখন কিন্তু আপনাদের কিডনি বেঁচেও বিয়ে দিতে পারবেন না.
এই পরিস্থিতি দেখে আমার নিজের ই আবার বিয়ে করতে মন চাচ্ছে,কত দিবেন হবু শশুর মশায় ?
"আরো উপলদ্ধি অন্য সময় লিখবো ইনশাআল্লাহ"
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮