১) তিনটি কারণে মানুষের চরিত্রে পরিবর্তন আসে। সেই তিনটি কারণ কী?
১)রাজার সঙ্গলাভ,
২)ক্ষমতালাভ,
৩)দারিদ্র্যের পরে প্রচুর ধনলাভ।
এই তিন অবস্থার কোনো এক বা একাধিক অবস্থা সম্পন্ন হয়েও কোনো ব্যক্তির যদি চরিত্রে পরিবর্তন না আসে, তাহলে জানবে যে, সেই ব্যক্তি বুদ্ধিমান।
---হযরত আলী (রাঃ)
.
২) অন্য মানুষদের সাথে কবিদের তফাত কী জানো? বিধাতার নিজের হাতে তৈরি শৈশব কবিদের মন থেকে কিছুতেই ঘোচে না। কোনোদিন তাদের চোখ বুড়ো হয় না। তাই চিরদিন তারা ছোটদের সমবয়সী হয়ে থাকে।
---রবীন্দ্রনাথ ঠাকুর।
.
৩) কিছু একটা বুঝাইবার জন্য তো কেহ কবিতা লেখে না। এ জন্য কবিতা শুইয়া কেহ যখন বলে বুঝিলাম না, তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেহ যদি ফুলের গন্ধ শুঁকিয়া বলে, 'কিছু বুঝিলাম না,' তাহাকে এই কথা বলিতে হয়... ইহাতে বুঝিবার কিছু নাই। এ যে কেবলই গন্ধ।
---রবীন্দ্রনাথ ঠাকুর।
.
৪) লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মাপকাঠি। লাইব্রেরির সংখ্যার দিকে নজর জাতীয় উন্নতি ও সভ্যতার পরিমাপ করলে অন্যায় হবে না।
---মোতাহের হোসেন চৌধুরী
.
৫) মাতৃভাষার প্রতি ঘৃণা প্রকাশ করা, বাঙ্গালি হইয়া নিজেদের মাতৃভাষা উর্দু বা আরবি বলিয়া পরিচয় দেয়া, কিংবা বাঙ্গালা জানি না, ভুলিয়া গিয়াছি, এই রূপ বলা... এই মারাত্মক রোগ কেবল এক শ্রেণীর মুসলমানের মধ্যেই দেখা যায়। যাহারা এরূপ আচরণ করে, তাহারা যে আপন মাতা ও মাতৃভূমির প্রতি নিন্দা প্রকাশ করে এবং নিজ মায়ের এবং দেশের দীনতা জ্ঞাপন করে, তাহাতে কিছু মাত্র সন্দেহ নাই।
---ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
.
৬) দেশে সুনাগরিক গড়ে তোলার একটাই উপায়... তা হল সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই।
---ক্যালিভন কলিজ
.
৭) আমার মনে হয়, এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি।
---প্রমথ চৌধুরী
.
৮) সামান্য ব্যাপারে যে বিশ্বস্ত, বড় ব্যাপারেও সে বিশ্বস্ত হবে। সামান্য ব্যাপারে অবিশ্বস্ত, বড় ব্যাপারেও সে অবিশ্বস্ত।
---বাইবেল
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৭