হুমায়ূন আহমেদের বাবার কথা বলি।
হুমায়ূন আহমেদের বাবা চাইতেন তার ছেলেরা যেন লেখক হয়।
এই জন্য তিনি তাদের প্রত্যেককে ছোটবেলা থেকেই এমনভাবে বড় করেছেন, যেন তারা ভবিষ্যতে লেখকই হয়।
আমি হুমায়ূন আহমেদের বিভিন্ন বইতে পড়েছি, হুমায়ূন আহমেদের বাবা তার ছেলে মেয়েদেরকে দিয়ে প্রতিদিনই কিছু না কিছু লেখাতেন। লিখতে উৎসাহ দিতেন। পড়তে উৎসাহ দিতেন। কবিতা মুখস্থ করতে দিতেন।
এবং হুমায়ূন আহমেদের বাবা নিজেও মোটামুটি ভালো মানের লেখক ছিলেন। তিনি নিজের লাইফে প্রচুর পরিমাণে লিখেছেন।
.
এছাড়া হুমায়ূন আহমেদ যেই পরিবেশে বড় হয়েছেন, সেটাও একটা ফ্যাক্ট। আমি শুনেছি হুমায়ূন আহমেদ এর বাবার নাকি বদলি চাকরি ছিল। তাদের পরিবার এক বছর এই জায়গায় তো আরেক বছর আরেক জায়গায় গিয়ে থাকতো। তো, বুঝতেই পারছেন, হুমায়ূন আহমেদ তার জীবনে প্রচুর ঘোরাঘুরি করেছেন। (এই ঘোরাঘুরি করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর-ও পুরো ভারতবর্ষ ঘুরেছেন। দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন। বিদেশের অনেক জায়গাতে ঘুরেছেন।)
.
যাহোক, হুমায়ূন আহমেদের বাবার কথা বলেছি। এবার আমার বাবার কথা বলি। আমার বাবা এসব লেখালেখি করা, আউট বই পড়া একেবারেই পছন্দ করতেন না। তিনি ছোটবেলা থেকেই আমার কানের কাছে এসে ঘ্যানর-ঘ্যানর করাতেন বা, বিভিন্ন থার্ড পারসনকে দিয়ে ঘ্যানর ঘ্যানর করাতেন যে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। বা, কোনো একটা চাকরি-বাকরি করতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৯