পোস্টের শিরোনামঃ বাঙালি এত চাকরি চাকরি করে কেন? earn your living বলতে পারে না?
.
.
বাঙ্গালিরা কথায় কথায় বলে, 'চাকরি করো, চাকরি করো।"
আর, আমেরিকানেরা বলে, "earn your living." (বাংলা অর্থঃ বেঁচে থাকার যেই খরচ, সেটা উপার্জন করো।)
.
এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
বাঙ্গালিরা বলে, "চাকরি করার মাধ্যমে বেঁচে থাকার খরচটা রোজগার কর।"
এতে করে ব্যাপারটা অনেক ছোট করে ফেলা হল। চাকরি করার মাধ্যমেই বেঁচে থাকার খরচ উঠিয়ে আনতে হবে কেন? বেঁচে থাকার খরচ উঠিয়ে আনার তো আরও অনেক অনেক way আছে। ইচ্ছা করলেই সি-এন-জি, রিকশা, মোটরসাইকেল, ট্রাক, বাস চালানো যায়, লেখালেখি-অনুবাদ করা যায়, হরেক রকমের ব্যবসা আছে (সেগুলো করা যায়), নাপিত হওয়া যায়, উদ্যোক্তা হওয়া যায়, ফ্রিল্যান্সিং করা যায়, দিন মজুরি করা যায়, অনেক কিছুই করা যায়।
.
তো বুঝতেই পারছেন, earn your living কথাটা কিন্তু অনেক ব্যাপক। বাঙালি earn your living বলতে শুধু চাকরিই বুঝে। বাঙালির মাথার মধ্যে যে কেমনে কইরা ঢুকছে, বাইচ্চা থাকতে হইলে চাকরিই করতে হইব, অন্য কিছু করা যাইব না। এটা না আমার মাথায় এখনও আসতেছে না। আপনারা কেউ কি জানেন, বাঙালি কেন চাকরি করার জন্য এত আগ্রহী?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১৪