ফেসবুকে একটা কথা পড়েছিলাম,
"আপনি হাসলে পুরো দুনিয়া আপনার সাথে হাসবে,
কিন্তু আপনি কাঁদলে পুরো দুনিয়া আপনার সাথে কাঁদবে না।
মানুষকে কাঁদতে হয় একা।"
.
এই কথাকে একটু ঘুরিয়ে বলা যায়,
"If u RUN, the whole world will RUN with u,
But if u stay stable, the whole world will not be stable with u.
you have to be stable alone."
.
আবার যে বলে, "আপনি ভালো তো জগৎ ভালো।"
এই কথাটা ভুল।
.
ব্যাপার হচ্ছে, "আমি খারাপ তো জগৎ খারাপ, মানে আমি খারাপ হয়ে গেলে আমার জগৎটাও খারাপ হয়ে যাবে। তবে, আমি ভালো হয়ে চললে যে আমার জগৎ-ও আমার মতন ভালো হয়ে চলবে, ব্যাপারটা মোটেও সেরকম না। মানুষকে ভাল হয়ে চলতে হয় একা।" আবারও বলছি, মানুষকে ভাল হয়ে চলতে হয় একা। বা, এই কথাকে এই ভাবেও বলা যায়, ভালো হয়ে চলতে হলে একলা একলা চলতে হয়। বা, (ভালো থাকতে হলে একলা-একলা থাকতে হবে।)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৯