হুমায়ুন আহমেদের মতো আকর্ষণীয়, ঝরঝরে গদ্য লিখতে চান? ফর্মূলাটা শিখিয়ে দিইঃ
১) বাক্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্রিয়াপদ ব্যবহার করতে হবে।
২) বাক্যের মধ্যে যতটা কম পারা যায়, বিশেষণ পদ ব্যবহার করতে হবে।
৩) বাক্যের মধ্যে যতটা কম পারা যায়, যুক্তাক্ষর বিশিষ্ট ব্যবহার করতে হবে।
৪) ২,৩ বা ৪ অক্ষর বিশিষ্ট শব্দ বেশি বেশি করে ব্যবহার করতে হবে। ৫, ৬ বা ৭ অক্ষরবিশিষ্ট শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
৫) লেখায় প্রচুর পরিমাণে সেন্স অফ হিউমার রাখবেন।
৬) লেখার মধ্যে মাঝে মাঝেই মানুষকে অপমান করবেন। তবে, অপমান করার মধ্যেও সেন্স অফ হিউমার থাকবে। অপমান জিনিসটাকে বাড়াবাড়ি পর্যায়ে নেবেন না। একটা ব্যাপার খেয়াল রাখবেন, বাঙালিরা অন্যের অপমান রসিয়ে রসিয়ে পড়তে খুব পছন্দ করে।
৭) লেখার মধ্যে মাঝে মাঝেই নিজেই নিজেকে নিয়ে রসিকতা করবেন। আবার, নিজেই নিজের প্রশংশা করবেন। তবে, এই ব্যাপারে আবার বাড়াবাড়ি করতে যাবেন না। হিতে বিপরীত হবে। মাত্রাজ্ঞান বজায় রাখবেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ সকাল ৭:৩১