"হিংসুটে" ব্যক্তি কাকে বলে?
যেই ব্যক্তি পরশ্রীকাতর/ হিংসাপরায়াণ/ ঈর্ষান্বিত। যেই ব্যক্তির মধ্যে অপরের অপকার করার প্রবৃত্তি আছে তাকে "হিংসুটে" ব্যক্তি বলা হয়।
.
"পরশ্রীকাতর" ব্যক্তি কাকে বলে?
পরের-শ্রী-দেখে-কাতর হয় যেই ব্যক্তি, তাকে "পরশ্রীকাতর" ব্যক্তি বলে। বা, অপরের উন্নতি বা সৌভাগ্য দেখে যেই ব্যক্তি কাতর/ঈর্ষান্বিত হয়ে যায়।
"পরশ্রীকাতরতা" মানে কী?
"পরশ্রীকাতরতা" মানে হচ্ছে অপরের উন্নতিতে ঈর্ষা প্রকাশ।
.
.
আমাদের চারপাশেই এরকম হিংসুটে/পরশ্রীকাতর ব্যক্তিরা ঘোরাফেরা করছে। একচুয়ালি, কী বলব, নিজেদের ফ্যামিলি, পাড়া-প্রতিবেশীর মধ্যেই এরকম পাশবিক প্রবৃত্তিওয়ালা মানুষ-এর দেখা পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:৩৯