আমি কিভাবে চলি? আমি কি অন্য মানুষকে অনুকরণ করি? আমি আসলে অন্য মানুষকে অনুকরণ করি না। অন্তত সজ্ঞানে করি না। আমি নিজের লাইফস্টাইল মেইনটেইন করার জন্য একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছি। আমি শুধু সেই স্ট্যান্ডার্ড মেনে চলাফেরা করি। তাই, আমার কাউকে অনুকরণ করা লাগে না। আমি জাস্ট আমার স্ট্যান্ডার্ড ফলো করে যাই।
.
আর... মানুষ যদি আপনাকে পাগল বলে, তো ব্যাপারটাকে প্রশংসা হিসেবে নেয়া উচিৎ।
কারণ, মানুষ আসলে বলছে যে, আপনি একদম নতুন কিসিমের একজন মানুষ। একজন ইউনিক মানুষ। যার সাথে প্রচলিত বেশির ভাগ মানুষের মিল নেই।
.
বা, মানুষ যদি আপনার 'লেখা"-কে পাগলামি বলে, এর মানে হচ্ছে আপনার লেখা একেবারেই মৌলিক। অন্যধারার লেখা যাকে বলে।
.
ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন... মানুষ যাদের যাদের পাগল বলতো, তাদেরকেই পরবর্তীতে, মানে তাদের মৃত্যুর পরে তাদের কাজকে সম্মানিত করেছে। মানুষটাকে সম্মানিত করছে।
.
আরেকটা কথা, আপনি যদি "পাগল"-এর মতন চলাফেরা করেন, মানে, একদম ইউনিক ওয়েতে চলাফেরা করেন, যেটা অন্য কারুর সাথে মিলছে না, তখন মানুষ বলবে, "তুমি এভাবে চলাফেরা কর কেন? তুমি অমুকের মতন করে চলাফেরা করতে পারো না?" তো... একদম ইউনিক ওয়েতে চলাফেরা করার সমস্যাই এটা। মানুষ চাইবে, আপনি যেন নিজের মতন করে চলাফেরা না করেন। আপনি যেন অন্য কারুর মতন করে চলাফেরা করেন।
.
এখানে একটা কথা বলি। মানুষ সাধারণত অনুকরণপ্রিয়। একটা শিশু বড়দেরকে অনুকরণ করতে করতে শিখে। শুধু শিশু না। বয়সে বড়সড় মানুষেরাও অন্যকে অনুকরণ করে। যেমনঃ গরীব লোকেরা ধনী লোকদেরকে দেখে দিবাস্বপ্নে ভুগে। তারা ধনীদের লাইফস্টাইল অনুকরণ করতে চায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫১